ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া
আগামী ১৬ জুন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে মাঠে গড়াবে। ওই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সার্কেল শুরু হচ্ছে।
এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের ড্র সম্পন্ন করেছে। সেখানে অংশ নেওয়া নয়টি দল ছয়টি করে সিরিজ খেলবে। বাংলাদেশও তিনটি হোম সিরিজ এবং তিনটি অ্যাওয়ে সিরিজ পেয়েছে আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ড্র - ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া
ছয়টি সিরিজের প্রতিটিতে বাংলাদেশ দুটি করে টেস্ট খেলবে। মোট ১২টি টেস্ট খেলবে ২০২৩-২৫ চ্যাম্পিয়নশিপ সার্কেলে। এর মধ্যে ছয়টি ম্যাচ হবে ঘরের মাঠে। ম্যাচ ছয়টি বাংলাদেশ যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।
অ্যাওয়ে টেস্টে ছয়টি বাংলাদেশ খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের মতো ১২টি ম্যাচ অর্থাৎ দুই টেস্টের ছয়টি সিরিজ পেয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ১৪টি ম্যাচ অর্থাৎ দুটি তিন ম্যাচের সিরিজ পেয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের সিরিজে ম্যাচ সংখ্যা - ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া
অস্ট্রেলিয়া আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে ১৯টি টেস্ট খেলবে। যেখানে তাদের পাঁচ ম্যাচের অ্যাশেজ, ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ আছে। এছাড়া ইংল্যান্ড খেলবে ২১টি টেস্ট। ভারতের বিপক্ষেও তাদের পাঁচ ম্যাচের সিরিজ আছে।
আরো পড়ুন: মডরিচে চড়ে ফাইনালে ক্রোয়েশিয়া
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল নিয়ে বেন স্টোকস বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের দিকে আমরা তাকিয়ে আছি। আশা করছি আমরা ভালো শুরু পাবো। ক্রিকেট ভক্তরা সার্কেলটি আগ্রহ নিয়ে দেখবে।’
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই সার্কেল সম্পন্ন হয়েছে। প্রথম সার্কেলে নিউজিল্যান্ড ও ভারত ফাইনাল খেলেছে। প্রথমবার বৈশ্বিক শিরোপা জিতেছে কিউইরা। দ্বিতীয় সার্কেলে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছে ভারতের।
এম/