ছবি: সংগৃহীত
মঙ্গোলিয়ায় তিন দিনের সফরে ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের (আইপিডি) নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। সম্প্রতি তিনি সেখানকার গ্যান্ডান তেগচেনলিং মঠ পরিদর্শনে যান।
এ মঠটি মঙ্গোলিয়ার বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র। তাছাড়া এটি বৌদ্ধ জ্ঞান, তাদের আচার-অনুষ্ঠান এবং শৈল্পিক সামগ্রীতে সমৃদ্ধ বৌদ্ধদের ঐতিহ্যের ভান্ডার। মঠটিতে সন্ন্যাসী এবং বিভিন্ন ছাত্রদের ধর্মীয় এবং সমসাময়িক বিষয়ে শিক্ষা প্রদান করা হয়।
২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মঠটি পরিদর্শন করেন এবং মঠপ্রধানের হাতে একটি বোধিবৃক্ষের চারা তুলে দেন।
মঠে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওম বিড়লা।
তিনি বলেন, যুগ যুগ ধরে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ভারত ও মঙ্গোলিয়া একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। বিশেষ করে বৌদ্ধধর্ম এই দুই দেশকে একসূত্রে গেঁথেছে।
আরো পড়ুন: যুক্তরাজ্যে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার বাড়াতে বললেন ডোভাল
ভগবান বুদ্ধের কর্মভূমি হলো ভারত। আর তাই মঙ্গোলিয়ায় বৌদ্ধ ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে সব ধরনের সাহায্য করবে ভারত।
এখানকার মঠের অনেকেই ভারতের ড্রেপুং গোমাং মঠে অধ্যয়নরত ছিলেন দেখে আনন্দিত হন তিনি।
এম এইচ ডি/