বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া

দাদ কমানোর ঘরোয়া উপায়, জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রায় সবাই ‘রিংওয়ার্ম’ বা ‘দাদ’ শব্দের সঙ্গে পরিচিত। এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা সংক্রমণ এটি। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে। আবার একজনের দেহ থেকে অন্যজনের দেহেও এটি সহজে ছড়িয়ে পড়ে। 

হাত-পা, পায়ের আঙুলের খাঁজ, বগল, উরু ইত্যাদি অংশে দাদের সমস্যা দেখা দেয়। প্রাথমিকভাবে ত্বকের আক্রান্ত স্থান চুলকাতে থাকে। ঠিকমতো যত্ন না নিলে এই সমস্যা আরও বাড়ে। দাদ হলে ত্বকের ওপর গোল-গোল, চাকা-চাকা দাগ তৈরি হয়। এটি লাল বা গোলাপি রঙের হয়। এই ছত্রাকের সংক্রমণ দূর করতে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। 

কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে দাদের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নিই বিস্তারিত- 

আরো পড়ুন : কোষ্ঠকাঠিন্যের সমস্যা মিলবে গোলমরিচে

নিমপাতা

নিমের ঔষধিগুণ সম্পর্কে কমবেশি সবাই জানেন। দাদের মতো সংক্রমণ থেকে মুক্তি দিতে পারে এই উপাদানটি। নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। তাজা নিমপাতা বেটে সংক্রমণ স্থানে লাগাতে পারেন। এতে চুলকানির কমবে। 

নারকেল তেল 

ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বকের একাধিক সমস্যা রুখে দিতে সাহায্য করে নারকেল তেল। দাদ আক্রান্ত স্থানে সরাসরি এই তেল লাগাতে পারেন। এছাড়া লেমনগ্রাস ও তিলের তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে দাদের স্থানে লাগাতে পারেন। উপকার পাবেন। 

হলুদ

সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখে হলুদ। এটি ত্বকের একাধিক সমস্যা দূর করতে দারুণ কাজ করে। কাঁচা হলুদ বেটে সরাসরি সংক্রামক স্থানে লাগাতে পারেন। দাদ সেরে না যাওয়া পর্যন্ত আপনি হলুদ ব্যবহার করতে পারেন।

গাঁদা ফুল

দাদসহ একাধিক ত্বকের সমস্যা রুখে দিতে পারে গাঁদা ফুল। এর মধ্যে অ্যান্টি-অ্যালার্জিক ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। দাদের সমস্যা হলে গাঁদা ফুলের তেল বা পেস্ট ত্বকের ওপর লাগাতে পারেন। এতে চুলকানি ও অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

এস/ এসি

ঘরোয়া-উপায় স্বাস্থ পরামর্শ দাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন