বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ৬ পায়ের বাছুরের জন্ম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি এক নজর দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভোররাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কৃষক মাহামুদুল হকের একটি গাভি বাছুরটির জন্ম দেয়। বর্তমানে বাছুরটি সুস্থ আছে।

গাভিটির এটাই প্রথম বাচ্চা। স্থানীয় মিজানুর আলম বলেন, লোকমুখে জানতে পারি, নওদাপাড়া গ্রামে ৬ পায়ের একটা বাছুর হয়েছে। তাই বাছুরটি দেখতে আসলাম। বাছুরটি দেখে খুব ভাল লাগলো।

আরো পড়ুন: কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল

আতাউল গনি নামের অপর একজন বলেন, মাহামুদুল হক ভাইয়ের একটি গাভি ৬ পা বিশিষ্ট বাছুর জন্ম দিয়েছে। বাছুরটি দেখতে অনেক সুন্দর এবং সুস্থ আছে। গরুর মালিক মাহামুদুল হক বলেন, ছোট থেকে গাভিটি অনেক যত্ন করে লালন-পালন করেছি। শুক্রবার ভোররাতে গাভিটি একটি বাছুর জন্ম দেয়। বাছুরটির অতিরিক্ত দুটি পা আছে। পা দুটি পিঠের উপরে। আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

এসি/ আই.কে.জে/


৬ পায়ের বাছুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন