রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স *** আ. লীগ ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান *** ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, ভুখা মিছিল ৩টায়

দুই জরায়ুতে ধারণ করা দুই সন্তানের জন্ম দিলেন এক নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আমেরিকার আলাবামায় ৩২ বছর বয়সী এক নারী একদিনের ব্যবধানে দুই সন্তানের জন্ম দিয়েছে। কেলসি হ্যাচার নামের এই নারীর দেহে ‘দুটি জরায়ু’ রয়েছে। আর তার দুটি জরায়ু থেকে আলাদা আলাদাভাবে দুটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। যা বিশ্বের অন্যতম বিরল ঘটনা।

কেলসি হ্যাচার নিজেই সন্তানদের জন্মের বিষয়টি জানিয়ে গতকাল শুক্রবার (২২শে ডিসম্বের) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লিখেছেন, আমাদের অলৌকিক শিশুদের জন্ম হয়েছে।

প্রথম শিশুটির জন্ম হয় আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার (১৭ই ডিসম্বের) সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে। তার নাম রাখা হয়েছে রক্সি লায়লা। দ্বিতীয় শিশুটি জন্ম নেয় বুধবার (১৮ই ডিসম্বের) সকাল ৬টা ৯ মিনিটে। এই শিশুটির নাম রাখা হয়েছে রেবেল লাকেন।

চিকিৎসকরা ধারণা করেছিলেন, বড়দিনের উৎসবের সময় শিশুগুলো পৃথিবীর আলো দেখবে। তবে ধারণাকৃত সময়ের আগে তাদের জন্ম হয়েছে। জন্মের পর তারা তাদের বাড়িতেও চলে গেছে।

একদিনের ব্যবধানে কীভাবে দুটি শিশুর জন্ম হলো সে বিষয়টি ভবিষ্যতে জানাবেন বলে কথা দিয়েছেন হ্যাচার।

আরো পড়ুন : কুমিরের পেটে জীবন্ত মানুষ!

আলাবামার এ নারী ১৭ বছর বয়স থেকেই জানতেন তার দেহে রয়েছে দুটি জরায়ু। বিশ্বের সব নারীর মধ্যে মাত্র ০ দশমিক ৩ শতাংশ নারীর মধ্যে এমন বিরল বৈশিষ্ট্য রয়েছে।

তিন সন্তানের জননী কেলসি হ্যাচার গত মে মাসে আল্ট্রাসাউন্ড করাতে যান। তখন তিনি জানতে পারেন, এবার জমজ সন্তানের মা হতে যাচ্ছেন। তবে তাকে যখন জানানো হয়। তার দুই জরায়ুতেই ভ্রুণের উপস্থিতি পাওয়া গেছে। তখন বেশ অবাক হয়ে যান।

যেসব নারীর দুই জরায়ু থাকে, তারা সাধারণত গর্ভধারণের সময় বিভিন্ন সমস্যায় পড়েন। তবে কেলসি হ্যাচার কোনো ঝামেলা ছাড়াই আগে তিন সন্তান জন্ম দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশের যশোরে আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সী এক তরুণীর ক্ষেত্রে এমন বিরল ঘটনা দেখা গিয়েছিল। আরিফা সুলতানার দুই জরায়ু ছিল এবং দুটিতেই তিন সন্তান ধারণ করেছিলেন। তিনি প্রথম সন্তান জন্ম দেওয়ার ২৬ দিন পর আবার জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন।

সূত্র: এএফপি

এস/ এসকে/

জন্ম দুই জরায়ু দুই সন্তান এক নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250