বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুদিনের সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

দুদিনের সফরে গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) দুপুরের পর টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিকাল ৪টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ছাড়াও বিশেষ দোয়া এবং মোনাজাত করেন।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। 

শুক্রবার (৮ই ডিসেম্বর) কোটালীপাড়ায় দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। নেতাকর্মীদের আশা, এ সফরে জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি।

ওআ/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন