সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দোনেৎস্কে ইউক্রেনের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

এমআই-৮ হেলিকপ্টার। ফাইল ছবি

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের কাছে ক্রামাতোর্সকে ইউক্রেনের দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির সশস্ত্রবাহিনীর ৬ জন পাইলট নিহত হয়েছে। 

বুধবার (৩০ আগস্ট) দেশটির সংবাদ মাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

ইউক্রেনের সেনাবাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, “ইউক্রেনের ছয় সেনা রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছে একটি মিশন চালানোর সময় নিহত হয়েছেন।”

এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা গত মঙ্গলবার (২৯ আগস্ট) ঘটলেও এ ব্যাপারে জানানো হয় বুধবার (৩০ আগস্ট)। তবে কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হলো সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে এ ঘটনার ব্যাপারে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভহেন রাকিতা দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাসপিলনেকে জানিয়েছেন,  “ওই দুটি হেলিকপ্টারে যারা ছিলেন তারা সবাই কর্মকর্তা ছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হবে না।”

উল্লেখ্য গত বছর রাশিয়ার হামলার পর অঞ্চলটিতে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।

এম.এস.এইচ/ 

রাশিয়া-ইউক্রেন

খবরটি শেয়ার করুন