ওপেনার জাকির হাসান - ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নিজদের প্রথম ইনিংসে ৩৮২ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ১৪৬ রান অলআউট হয় আফগানিস্তান। ২৩৬ রানের লিড পায় টাইগাররা। তবে আফগানদের ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৩৭০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
নিজদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৮ রানে ১৩ বলে ১৭ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়।
জয়ের বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হাসান শান্ত। ওপেনার জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার।
আরো পড়ুন: মডরিচে চড়ে ফাইনালে ক্রোয়েশিয়া
এম/