শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত-চীন সীমান্ত বিরোধ সমাধান সম্ভব : রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

হিমালয়ের দিকে সীমান্ত বিরোধ প্রসঙ্গে, গত বৃহস্পতিবার, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনা মন্ত্রী লি শাংফুকে বলেন, ভারত ও চীনের মধ্যকার সমস্ত সীমান্ত সমস্যা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সমাধান করা প্রয়োজন। 

গত মাসেই মন্ত্রীত্ব পদ গ্রহণ করেনলি। গত শুক্রবার, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে ভারতের রাজধানীতে আসেন তিনি।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমানা সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং ৪ জন চীনা সৈন্য নিহত হন। এরপর এই প্রথমবারের মতো লি ভারতে সফরে আসেন।

সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায়ের মাধ্যমেই ভারত-চীন সম্পর্ক সুন্দর রাখা যায় বলে জানান রাজনাথ সিং। তাছাড়া চীনাদের সীমান্তনীতি লঙ্ঘনের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি নষ্ট হয়েছে বলে জানান তিনি।

দুই মন্ত্রী সীমান্তবর্তী এলাকার উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়েও আলোচনা করেন।

লি জানান, সীমান্ত অবস্থা সাধারণত স্থিতিশীল। তিনি দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার জন্য সামরিক বাহিনীর মধ্যে আস্থা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার বিষয়ে বলেন।

গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চীন সম্পর্ক অবনতির দিকে। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে, চীনা সৈন্যরা ভারতের উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলে হামলা চালায়। এ অঞ্চলকে চীনারা নিজেদের বলে দাবি করে। এ সংঘর্ষে উভয় পক্ষেরই সেনারা আহত হয়।

গালওয়ান সংঘর্ষের পর এটিই ৩৫০০ কিলোমিটার বিস্তৃত ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথম বড় কোনও সংঘর্ষ। 

ভারত-চীন ১৯৬২ সালেও তাদের বিতর্কিত সীমানা নিয়ে যুদ্ধে লিপ্ত হয়।

শুক্রবারে নয়াদিল্লিতে আট সদস্যের এসসিও এর বৈঠকে সভাপতিত্ব করবেন রাজনাথ সিং। উক্ত বৈঠকে চীনের সাথে যোগ দিচ্ছেন কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তানের প্রতিনিধিরা। পাকিস্তান এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিবে।

এসসিও তে পর্যবেক্ষকের ভূমিকায় থাকা বেলারুশ এবং ইরানকেও বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। উক্ত বৈঠকের আলোচ্য বিষয় হলো, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাস দমন প্রচেষ্টা এবং বহুপাক্ষিকতা।

২০০১ সালে প্রতিষ্ঠিত আন্তঃসরকারি সংস্থা এসসিও এর বর্তমান চেয়ারম্যান ভারত। আগামী সপ্তাহেই ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়াতে এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের কথা রয়েছে।

লির নয়াদিল্লি সফরের আগেই, গত রবিবার নাগাদ সীমান্ত বিরোধ উত্তেজনা কমানোর চেষ্টায় ভারত ও চীনের মধ্যে ১৮ তম সামরিক আলোচনা সম্পন্ন হয়।

আরো পড়ুন: বেকারত্বের হার কমাতে তরুণদের চাকরি প্রদানের দায়িত্ব নিয়েছে চীন সরকার

গত সোমবার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, উভয় পক্ষই সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে।

চীন জানায়, তারা সামরিক ও কূটনৈতিক মাধ্যমে ভারতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও সংলাপ বজায় রাখতে আগ্রহী।

লি তার প্রথম বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও সাক্ষাৎ করেন। মস্কোর বৈঠকে উভয়পক্ষ তাদের সামরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হন।

২০১৮ সালে রাশিয়া থেকে অস্ত্র কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র লি এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই লিকেই পশ্চিমা চাপের মুখে ইউক্রেনের যুদ্ধ সমাপ্তির জন্য ক্রেমলিনকে অনুরোধ করতে মস্কো সফরে যেতে হয়েছে।

এমএইচডি/ আই. কে. জে/

ভারত চীন সীমান্ত রাজনাথ সিং

খবরটি শেয়ার করুন