শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

ধোনি দিলেন শেষের ইঙ্গিত, দৌড়ে গিয়ে গাভাস্কার নিলেন অটোগ্রাফ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

সুনীল গাভাস্কারকে অটোগ্রাফ দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি- ছবি: সংগৃহীত

বয়স ৪২ ছুঁই ছুঁই। এর অনেক আগেই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন কত রথী-মহারথী। তবে ২২ গজের প্রতি তীব্র টান থেকেই হয়তো মহেন্দ্র সিং ধোনি এখনো খেলে যাচ্ছেন। 

শুধু খেলছেনই না, আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে প্লে-অফের পথে প্রায় এগিয়েও নিয়েছেন। এবারের আসরে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটধারী ব্যাটসম্যানদের তালিকায় তিনে (১৯৬.০০) তাঁর নাম। ৯ ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাতটিতেই অপরাজিত।

তবে সবকিছুরই শেষ আছে। ধোনিও বোধ হয় বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষের শুরু করে ফেললেন! ভারতের সর্বজয়ী অধিনায়ক গত রাতে সেটার একটা ইঙ্গিতও দিয়ে রাখলেন। যেটিকে আরও জোরালো করে তুলেছে সুনীল গাভাস্কারের অটোগ্রাফ নেওয়ার ঘটনা।

ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে এ মৌসুমের শেষ ম্যাচ খেলেছে চেন্নাই। যদিও রাতটা সুখকর হয়নি। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে ধোনির দল।

সাধারণত গুরুত্বপূর্ণ কোনো জয় পেলে বা বড় উপলক্ষ থাকলে খেলোয়াড়েরা গ্যালারির সামনে ছুটে যান। তবে কলকাতার কাছে হেরে যাওয়ার পরও পুরো চেন্নাই দলকে দেখা গেল দর্শকদের কাছে যেতে, যার মধ্যমণি ধোনি।

ম্যাচ শেষে দলের সবাইকে নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন ধোনি। বাউন্ডারি লাইনের কাছ দিয়ে হাঁটতে হাঁটতে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন অনবরত। দেখে মনে হতে পারে, এ মৌসুমের জন্য চেন্নাই দল স্থানীয় দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছে না, ধোনিই বিদায় নিচ্ছেন। এ সময় ধোনিকে দর্শকদের উদ্দেশে টেনিস র্যাকেট দিয়ে জার্সি, বল ও অন্যান্য স্মারক ছুড়ে দিতে দেখা যায়। হাঁটুর চোট যে তাঁকে বড্ড ভোগাচ্ছে, ট্রাউজার তুলে রাখায় নিক্যাপ চোখে পড়াতে সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল।

আরো পড়ুন: ইংল্যান্ডে ছুটি কাটাবেন তামিম-লিটন

এর মধ্যেই ধোনির কাছে ছুটে যান ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ধোনির অটোগ্রাফ নেন তাঁর শার্টের একদম বুক বরাবর। মনে হচ্ছিল, ধোনিকে হৃদয়ে ধারণ করেন গাভাস্কারের মতো কিংবদন্তিও। গাভাস্কারকে অটোগ্রাফ দেওয়ার পর তাঁকে আলিঙ্গনও করেন ধোনি।

এম/

 

গাভাস্কার অটোগ্রাফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন