বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংখ্যানুপাতিক পদ্ধতি জাতীয় সংসদ ছাড়া কেউ করতে পারবে না: আমীর খসরু *** তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সব দল একমত: আলী রীয়াজ *** পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার *** এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর *** প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ *** অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার *** সবজি সংরক্ষণে ১০০ হিমাগার নির্মাণ করছে সরকার *** বিপিএলের দল বাছাই আগস্টে, ড্রাফট অক্টোবরে *** দালাই লামার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকছেন *** প্রধান উপদেষ্টাকে নিয়ে পোস্ট দেওয়া সেই ঊর্মি অবশেষে...

নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়তে চায় জি৭৭

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কিউবার হাভানায় শীর্ষ সম্মেলনে নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছে ৭৭টি উন্নয়নশীল দেশের গ্রুপ (জি৭৭)। ব্লকটির দু’দিনের সম্মেলন শনিবার শেষ হয়েছে। গ্লোবাল সাউথের যৌথ অর্থনৈতিক স্বার্থকে এগিয়ে নিতে ১৯৬৪ সালে জি৭৭ প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে আরও ১৩৪টি দেশকে সদস্য করেছে ব্লকটি।

এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল। তিনি বলেন, উত্তরের দেশগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী বিশ্বকে সংগঠিত করেছে। আর এখন খেলার নিয়ম পরিবর্তন করা দক্ষিণের ওপর নির্ভর করছে। 

ডিয়াজ-ক্যানেল বলেন, উন্নয়নশীল দেশগুলো আজ বহুমাত্রিক সংকটের প্রধান শিকার। এর মধ্যে রয়েছে- অপমানজনক অসম বাণিজ্য, বৈশ্বিক উষ্ণায়নসহ অনেক বিষয়।

আরো পড়ুন: ইউক্রেন যুদ্ধে ১০ হাজার কোটি ডলারের বেশি খরচ যুক্তরাষ্ট্রের

সম্মেলনে অংশ নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, উন্নয়নশীল দেশগুলোকে ব্যর্থ করছে বিশ্ব।

সম্মেলনে অংশ নেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, অ্যাঙ্গোলানের প্রেসিডেন্ট জোয়াও লরেঙ্কো, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নুসি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস।

এই গ্রুপের সদস্য হিসেবে তালিকভুক্ত চীন। বাংলাদেশও এই ব্লকের সদস্য। 

এসি/ আই.কে.জে


বৈশ্বিক ব্যবস্থা জি৭৭

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন