সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

নতুন সমস্যার সম্মুখীন চীনের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

নতুন সমস্যার সম্মুখীন চীনের অর্থনীতি

পলিটব্যুরোর বৈঠকে গত সোমবার চীনের শীর্ষ নেতারা চীনা অর্থনীতির নতুন অসুবিধা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন।

দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিবছর আগস্টে গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করেন। এর আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জুলাইয়ের শেষ দিকে তারা একত্রিত হন।

মূলত কোভিড পরবর্তী সময়েও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও মন্থর। অপর্যাপ্ত চাহিদা, কিছু কোম্পানির কার্যক্ষম অসুবিধা, বিভিন্ন ক্ষেত্রে ঝুঁকি এবং জটিল পরিবেশ- সব মিলিয়ে চীনের বর্তমান অর্থনৈতিক কার্যক্রম নতুন অসুবিধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

চীনকে সুনির্দিষ্ট ও কার্যকর সামষ্টিক অর্থনৈতিক প্রবিধান বাস্তবায়ন করতে হবে বলে সম্মত হন পলিটব্যুরোর সদস্যরা।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে আয়োজিত বৈঠকে সময়োপযোগীভাবে রিয়েল এস্টেট নীতিগুলো বাস্তবায়ন করার জন্য আহ্বান জানানো হয়।

বছরের দ্বিতীয় ভাগে এসে চীনের অর্থনীতি ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে বিশ্লেষকরা ধারণা করেছিলেন এ পরিমাণ হবে ৭.১ শতাংশ। অর্থাৎ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্লেষকদের আশা থেকে অনেক কমে গিয়েছে।গত বছরের তুলনায় এ বছরও চীনের অর্থনৈতিক অগ্রগতি হতাশাজনক। 

মে মাসে যেখানে বেকারত্বের পরিমাণ ছিল ২০.৮ শতাংশ, জুন মাসে তা বৃদ্ধি পেয়ে ২১.৩ শতাংশ হয়েছে।

আবাসন প্রকল্পগুলো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এ কয়েক মাসে। গত মাসে পিপলস ব্যাংক অব চায়না সুদের হার কমায় এবং সম্পত্তি খাতে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেও এ ব্যাপারে দৃঢ় কোনও পদক্ষেপ নেয়নি।

আরো পড়ুন: অনাস্থা ভোটের মুখে নরেন্দ্র মোদি

শুক্রবার অটোমোবাইল ক্রয়কে উৎসাহিত করতে বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে চীন। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইলেকট্রনিকস ব্যবহারকেও উৎসাহিত করতে আরো পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করছে চীন সরকার।

কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধির আশা রাখছে এবার চীন। এই বছর প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে চীন সরকার।

এম এইচ ডি/ আই. কে. জে/ 

চীনের অর্থনীতি পলিটব্যুরো সদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250