সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারত

নারীদের বিবস্ত্র করে ঘোরানো: প্রধান অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে যৌন নিপীড়নের মামলার প্রধান সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয়েছে। রাজ্যের নারীরা এ হামলা চালিয়েছে। অঞ্চলটিতে আন্দোলনরত নারীরা এ হামলা চালায়। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ভারতের অগ্নিগর্ভ মণিপুরে দুইজন কুকি নারীকে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে ঘোরানোর সাম্প্রতিক একটি ভিডিও সামনে আসার পর দেশটি শোকে-দু:খে-রাগে স্তম্ভিত হয়ে পড়েছে। ওই দুজন নারীর অন্তত একজন গণধর্ষণের শিকার হয়েছিলেন বলেও জানা যাচ্ছে।

মণিপুরের সহিংসতার যে ভিডিও বুধবার রাতে ভাইরাল হয়, সেটি আড়াই মাস আগের। গত ৩ মে উত্তর–পূর্বাঞ্চলীয় এই রাজ্যের হিন্দু মেইতি ও খ্রিষ্টান কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাত শুরু হয়। পরদিন ৪ মে ওই ভিডিও ধারণ করা হয়। তাতে দেখা যায়, দুই নারীকে বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে সশস্ত্র একদল উন্মত্ত জনতা। রাস্তা দিয়ে খানিকক্ষণ হাঁটিয়ে ওই দুই নারীকে একটি মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ, সেই মাঠে প্রকাশ্যে ওই দুই নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হন।

প্রধান সন্দেহভাজন খুইরেম হেরোদাস। তিনি একজন মেইতি। তাকে গ্রেপ্তার করা হয়েছে।  আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে অপরাধের সঙ্গে জড়িত কমপক্ষে ৩০ জনকে খুঁজে বের করা হচ্ছে। ওই ঘটনার প্রায় ৮০ দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মুখ খুলেন। এর কয়েক ঘণ্টা পরেই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

রাজ্যের রাজধানী ইম্ফলের একজন সিনিয়র পুলিশ আধিকারিক হেমন্ত পান্ডে বলেছেন, ‘স্থানীয় মহিলারা একটি গ্রামের প্রধান অভিযুক্তের বাড়ির কিছু অংশে পাথর ছুঁড়ে এবং পুড়িয়ে দিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা নারীদের অনুরোধ করছি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য । আমরা তাদের ক্ষোভ বুঝতে পারি।’ 

আরো পড়ুন: রাশিয়ার ওপর ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপনের জন্য ন্যায়বিচার এবং সর্বশেষ ঘটনার দ্রুত তদন্তের দাবিতে অধিকার গোষ্ঠীগুলো ভারতের বেশ কয়েকটি অংশে বিক্ষোভের পরিকল্পনা করেছিল।

মণিপুরে জাতিগত সংঘাত শুরু হওয়ার পর মে মাসে ভুক্তভোগীরা যৌন নিপীড়নের কথা জানিয়েছিল।

মে মাস থেকে মণিপুরে সংখ্যাগুরু মেইতেই ও সংখ্যালঘু কুকিদের মধ্যে যে রক্তাক্ত জাতি-সংঘাত এবং অবাধ হত্যা-লুণ্ঠন-ধর্ষণ-অগ্নিসংযোগ শুরু হয়েছে। সহিংসতা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছে এবং ৫০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।  গ্রামের অনেক বাড়িঘর ও গীর্জা পুড়িয়ে দেওয়া হয়েছে।

এম/


ভারত নারী মণিপুর

খবরটি শেয়ার করুন