ছবি: সংগৃহীত
বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসলের দৃশ্য ধারণ করার সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুরের এক সহকারী পরিচালককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে রংপুরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কর্মকর্তার নাম জাফরুল হাসান জুয়েল। তার বাড়ি লালমনিরহাটে। চাকরির সুবাদে রংপুরের টেক্সটাইল মোড়ে থাকেন বলে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকার একটি একতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক গৃহবধূ। ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন জাফরুল হাসান জুয়েল।
ওই নারী ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে জাফরুল হাসান জুয়েলকে আটক করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
ওই নারীর স্বামী বলেন, ‘বিকেলে আমার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। একপর্যায়ে দেখেন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করা হচ্ছে। সে চিৎকার দিয়ে বাথরুমের বাইরে চলে আসে। তাৎক্ষণিকভাবে আমি বাসা থেকে বের হতেই দেখি জাফরুল হাসান দৌড়ে পালাচ্ছে। রাস্তায় স্থানীয় লোকজন তাকে আটক করে। এরপর তাকে আমরা পুলিশে দিই।’
এই ব্যক্তি আরও বলেন, ‘তার কাছে মোবাইল চেক করে দুটা ভিডিও পাওয়া গেছে। একটি দেড় মিনিট ও একটি দুই মিনিটের ভিডিও। এটা বলতেও খারাপ লাগতেছে। আমি এই অমানুষের সর্বোচ্চ শাস্তি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘একজন ব্যক্তি ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ দেয়, মুন্সিপাড়া এলাকায় জুয়েল নামের ব্যক্তি এক নারীর গোসলের ভিডিও ধারণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম নিয়ে আমরা সেখানে যাই।’
ওসি জানান, জুয়েলকে থানায় নিয়ে এসে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ওআ/
খবরটি শেয়ার করুন