সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নিজের অনুসারীদের নিয়ে বৈঠকে রওশন এরশাদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি চলমান সংকট মধ্যে নিজের অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার (২৯শে নভেম্বর) রাতে গুলশানের একটি বাসভবনে এ বৈঠক শুরু হয়ে চলছে।

জাতীয় পার্টি প্রার্থী তালিকা প্রকাশ করার পর সংসদে তাদের নেত্রীর নাম সেখানে না থাকায় দলের বিভক্তিই ফের স্পষ্ট হয়। দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের জন্য আসন ফাঁকা রাখা হলেও তিনি ফরমই নিচ্ছেন না।

এদিকে বুধবারও চেয়ারম্যানের কার্যালয়ে রওশন এরশাদের অপেক্ষায় বসে আছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

এ প্রসঙ্গে জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা বলেন, বৈঠক চলছে। নির্বাচনে আমরা যাবো, সেটা কীভাবে যাবো সে বিষয় নির্ধারণ করতেই আজকের বৈঠক।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি রওশন এরশাদ ও ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদও। এছাড়া সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাও ফরম তুলেননি। সাদ যে আসনের সংসদ সদস্য সেখানে আবার এরশাদের ভাই, দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টিতে কর্তৃত্ব নিয়ে এ দ্বন্দ্ব চলছে দশম সংসদ নির্বাচনের আগে থেকেই। এটির অবসানের কোনো আভাস এখনও দেখা যায়নি।

রওশন এরশাদের জন্য ফরম নিয়ে বসে আছেন উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু তিনি বলেন, বৈঠক এখনও শুরু হয়নি, আমাদের প্রধান পৃষ্টপোষক আসতেছেন, তিনি আসলে আমরা সবাই একটা সিদ্ধান্ত নিবো, এর আগে কিছু বলা যায় না।

জাতীয় পার্টি ২০ থেকে ২৩ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি করে। সময় শেষ হওয়ার পর তা বাড়ানো হয় আরো এক দিন। এই এক দিন সময় বাড়ানোর কারণ ছিল, রওশন এরশাদ ফরম তোলেননি। সময় বাড়ানোর পরেও অবশ্য চিত্র পাল্টায়নি। এর মধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে দলটি।

নির্বাচনে ভোটে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০শে নভেম্বর)। এক দিন আগে প্রধান পৃষ্ঠপোষক নিয়ে কি ভাবছেন জানতে চাইলে চুন্নু বলেন, আমরা আশাবাদী উনারা আমাদের সঙ্গে আসবেন, শুধু অপেক্ষায় আছি না উনাদের জন্য মনোনয়ন ফরম নিয়ে অফিসে বসে আছি।

এসকে/ 

জাতীয় পার্টি রওশন এরশাদ

খবরটি শেয়ার করুন