রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

নিজের জন্য ভাড়া নিলেন পুরো সিনেমা হল, কিন্তু কেন ?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এরিয়াকা বাইদুরি মালয়েশিয়ার একজন ইনফ্লুয়েন্সার। সম্প্রতি পুরো একটি সিনেমা হল ভাড়া করেছেন তিনি। মনে হতে পারে, হয়তো তিনি তাঁর কাছের মানুষদের নিয়ে কোনো সিনেমা উপভোগ করতে চেয়েছেন। কিন্তু তা নয়। ভিড় এড়াতে একার জন্যই এই কাণ্ড করেছেন তিনি। 

দর্শকশূন্য হলের একটি ভিডিও ৩রা জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পোস্ট করেছেন এরিয়াকা নামের এই নারী। সেখানে তাঁকে চশমা পরে ও কুড়মুড় করে পপকর্ন খেতে খেতে সিনেমা শুরুর জন্য অপেক্ষা করতে দেখা যায়। খালি হলটির নাম কিংবা এটি কোথায় অবস্থিত, তা প্রকাশ করা হয়নি।

বিউটি পারলারের মালিক এরিয়াকা ভিডিওর নিচে ক্যাপশন লিখেছেন, ‘আমরা অন্তর্মুখী! তাই সব আসন (টিকিট) কিনে নিয়েছি।’ ভিডিওতে আরো দেখা যায়, হলে আসনের ১০টি সারি। প্রতি সারিতে ১৬টি আসন।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলেন, তিনি সীমা ছাড়িয়ে গেছেন। তবে যাঁরা নিজেদের অন্তর্মুখী মনে করেন, তাঁদের কেউ কেউ বলেন, তিনি ভুল কিছু করেননি। আবার, কোনো কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বলেন, তাঁর যে অনেক সম্পদ আছে, তা দেখালেন তিনি।

আরো পড়ুন: সব ধরনের ঘৃণার প্রতীক নিষিদ্ধ হলো অস্ট্রেলিয়ায়

একজন লিখেছেন, ‘আমার যদি সামর্থ্য থাকত, আমিও এটা করতাম। মা–বাবার অলক্ষে বাচ্চাদের কিচিরমিচির বা দর্শকদের গুজুর গুজুর শুনতে হতো না।’ আরেকজন লিখেছেন, ‘এটা হলো ‘‘আমি ধনী’’ তা বলার ভিন্ন এক কৌশল।’

পরে এরিয়াকা মালয়েশিয়ার গণমাধ্যম এমস্টারের সঙ্গে কথা বলেন। বলেন, এটা তিনি ‘মজার’ ছলেই করেছেন। তিনি আরও বলেন, ‘আমি মজা করে ভিডিও ক্যাপশন দিয়েছি...আচমকা দেখি, এটি ভাইরাল। তাই সেখানেই আমি ক্ষ্যান্ত দিয়েছি। নেটিজেনরা যা খুশি বলতে পারেন, যেমন আমি মানুষকে দেখাতে এটা করেছি, আমি দাম্ভিক, নিজেকে একজন অন্তর্মুখী বলে দাবি করছি। তাদের কথায় আমি কিছু মনে করি না। মন্তব্যের ঘরে নেটিজেনদের পাল্টাপাল্টি লড়াই দেখতে বেশ মজাই লাগছে। তাই সেগুলো চলুক। বিষয়টা বেশ মজার।’

দ্য স্ট্রেইট টাইমসের তথ্য অনুযায়ী, সিনেমার প্রতিটি টিকিটের দাম ১১ থেকে ৩৫ মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি ২৫৯ থেকে ৮২৪ টাকা)। সে হিসাবে এরিয়াকা বাইদুরির পুরো হল ভাড়া করতে টিকিটের খরচ হয়ে থাকতে পারে ১ হাজার ৭৬০ থেকে ৫ হাজার ৬০০ রিঙ্গিত।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

এইচআ/ আই.কে.জে/



সামাজিক যোগাযোগমাধ্যম মালয়েশিয়া এরিয়াকা বাইদুরি ইনফ্লুয়েন্সার সিনেমা হল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250