মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ম ভঙ্গ করায় শাস্তি হতে পারে মেসির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এই মুহূর্তে মেসি জ্বরে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল। আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ৮ ম্যাচ খেলে ফেললেও শীর্ষ লিগ এমএলএসে এতদিন অভিষেক হয়নি লিওনেল মেসির। অবশেষে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টাইন অধিনায়কের।

তবে ওই ম্যাচে মেসির বিরুদ্ধে এমএলএস-এর নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। এজন্য মেসিকে শাস্তি দিতে পারে মেজর লিগ কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসে অভিষেক হয় মেসির। ম্যাচে গোলেরও দেখা পান তিনি। তবুও স্বস্তিতে নেই বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কারণ, অভিষেক ম্যাচের দিনই লিগের একটি নিয়মভঙ্গ করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকার জানিয়েছে, এমএলএস-এর নিয়ম অনুযায়ী প্রয়োজনে ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সাক্ষাৎকার দেননি মেসি।

মলি ড্রেসকা আরও জানান, ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে এমএলএস-এর নিয়ম ভঙ্গ করেছেন মেসি। এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মেজর লিগ কর্তৃপক্ষ।

আর.এইচ 

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন