সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারকে নিয়ে মেসির ‌‘স্ট্যাটাস’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাঠের লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা যেমন চিরপ্রতিদ্বন্দ্বী; দুই দলের ফুটবলারদের মধ্যে বন্ধুত্বও ঠিক তেমনই। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সুসম্পর্ক। বার্সেলোনা থেকে পিএসজি; সবখানেই তাদের বন্ধুত্বের মিলন চোখে পড়ার মতোই।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এস্তাদিও সেন্টেনারিওর ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। তবে ব্রাজিলিয়ানদের হারের আক্ষেপকেও ছাড়িয়ে গেছে আরেকটি বিষয়। ম্যাচে চোটে পড়েন দলটির পোস্টারবয় নেইমার।

যদিও ইনজুরির কারণে ক্যারিয়ারের অনেকটা সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে। কিছুদিন আগেই ৭ মাসের চোট কাটিয়ে পুরোদমে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু এবারও এক ভয়াবহ ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন। তবে এবারের চোট এতটাই মারাত্মক যে আগামী ৯ থেকে ১০ মাস ব্রাজিলিয়ান এ তারকাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

ম্যাচের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উরুগুয়ের বিপক্ষে মাঠের চোটে বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজে এবং তার ক্লাব আল-হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, খুব শিগগিরই হাঁটুর অপারেশন করা হবে নেইমারের। তবে কবে এবং কখন এই অপারেশন হবে, সেটা এখনও ঠিক করা হয়নি।

ব্রাজিল জাতীয় দল এবং আল-হিলালের মেডিকেল টিম সার্বক্ষণিক নেইমারের চিকিৎসায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

তবে নেইমারের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

বুধবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন মেসি। সেখানে নেইমারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেন রেকর্ড সাতবারের এ ব্যালন ডি’অর জয়ী। নেইমারের সঙ্গে একটি ছবি দিয়ে মেসি লেখেন ‘শক্ত থাকো নেইমার জুনিয়র’।

আরো পড়ুন: মেসির হাতেই অষ্টম ব্যালন ডি’অর!

এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই চোট বড়সড় বিপদে ফেলতে পারে ব্রাজিল এবং আল-হিলালকে। তাদের মতে, অপারেশন এবং পুনর্বাসন মিলিয়ে এ চোট সেরে উঠতে নেইমারের সময় লাগবে ৭ থেকে ৯ মাস। অথচ ৮ মাসের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার আগামী আসর। তাই ল্যাটিন সেরার এই আসরে এবার না-ও দেখা যেতে পারে ব্রাজিলিয়ান সেনসেশনকে।

এসকে/ 

লিওনেল মেসি নেইমার ব্রাজিল আল হিলাল

খবরটি শেয়ার করুন