ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে “যারা যোগায় ক্ষূধার অন্ন আমরা আছি তাদের জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন জাতের বোরো প্রদর্শনীর ধানের নমুনা শস্য কর্তন ও উৎপাদন পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) সকাল দশটার দিকে দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার কনকদিয়া ও কেশবপুর ব্লকে ব্রিধান-৭৪, এসিআই-০১ হাইব্রিড বোরো প্রদর্শনী ধানের নমুনা শস্য কর্তন ও উৎপাদন পর্যবেক্ষণ করেছেন উপজেলা কৃষি বিভাগ।
ব্রিধান-৭৪, এসিআই -০১ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তনে ধানের আদ্রতা, ফলন, কুশির সংখ্যা, দানার ওজন ও প্রতি ছড়ায় দানার সংখ্যার নানান বিষয়ে পর্যবেক্ষণ করা হয়।
এবছর হেক্টর প্রতি গড়ে ধান উৎপাদন হয়েছে ৭.৩৩ মে. টন, সে অনুযায়ী কৃষক চাল পাবেন ৪.৮৩ মে. টন।
আরো পড়ুন: আরাভ খানকে ফিরিয়ে আনা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
এ সময় উপস্হিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মো. রেদোওয়ান উদ্দিন তালুকদার, আ. মোমেন মৃধা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.আনছার উদ্দিন মোল্লাসহ প্রদর্শনীর কৃষক-কৃষাণী বৃন্দ।
উপস্থিত কৃষক-কৃষাণীকে ব্রিধান-৭৪, ব্রিধান-৯২, বঙ্গবন্ধু -১০২, জনকরাজ, ব্যাভিলন, এসএল-৮ এইচসহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল বোরো ধানের উন্নত জাতের আবাদের পরামর্শ প্রদান করা হয়েছে।
এম/
খবরটি শেয়ার করুন