শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করলো ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষিতে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। 

নতুন আইনটি পাসের পর কেউ কোরআন পোড়ালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজার পাশাপাশি জরিমানাও গুনতে হবে।

আইনটি দণ্ডবিধির ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত হবে, যা জাতীয় নিরাপত্তা রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

কোরআন পোড়ানো নিষিদ্ধের আইনটি পাসের আগে ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্য আইনটির পক্ষে এবং ৭৭ জন বিপক্ষে ভোট দেন।

এ প্রসঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, নতুন আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।

তবে আইন পাসের পর দেশটির কয়েকটি বিরোধীদল কোরআন পোড়ানো নিষিদ্ধ করাকে বাকস্বাধীনতার টুঁটি চেপে ধরা বলে অভিযোগ করেছে।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, এই আইন মতপ্রকাশের স্বাধীনতা হরণ করবে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়।

যার সঙ্গে যুক্ত ছিলেন দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এ ঘটনার পর মুসলিম দেশগুলো বাক্‌স্বাধীনতার নামে এমন বিদ্বেষমূলক আচরণ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে।

সূত্র: খবর আল-জাজিরা

কোরআন

খবরটি শেয়ার করুন