বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমারা ব্যবহার করে জিহ্বা, আমরা করি মস্তিষ্ক: রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফাইল ছবি

“পশ্চিমারা যখন তাদের জিহ্বা ব্যবহার করে, তখন আমরা ব্যবহার করি আমাদের মস্তিষ্ক”, এমনটাই বলে পশ্চিমা রাজনীতিবিদ ও সাংবাদিকদের কটাক্ষ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রবিবার (২৭ আগস্ট) মস্কোতে রুশ গণমাধ্যমের সাংবাদিকদের সাথে আলাপকালে ল্যাভরভ পশ্চিমাদের প্রতি এ কটাক্ষ করেন। মূলত পশ্চিমা রাজনীতিবিদ ও মূলধারার গণমাধ্যমগুলো উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসের যে সমালোচনা করেছে তার প্রতিক্রিয়ায় ল্যাভরভ এমন মন্তব্য করেন। তিনি বলেন, “ব্রিকস নেতারা বাস্তবতা নিয়ে কাজ করছেন।”

তিনি আরো বলেন, “ব্রিকসকে এমন একটি সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে যার কোনও প্রভাবই নেই। কিন্তু সম্প্রতি কয়েক ডজন দেশ এতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর অর্থ হচ্ছে, পশ্চিমারা যখন তাদের জিহ্বা ব্যবহার করে, তখন আমরা আমাদের মস্তিষ্ক ব্যবহার করি। আমরা সঠিক কাজটি দৃঢ়ভাবে সম্পাদন করি।” 

গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পাঁচ সদস্য বিশিষ্ট ব্রিকসে ইরান, সৌদি আরব, ইথিওপিয়া, মিশর, আর্জেন্টিনা ও সংযুক্ত আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। 

এম.এস.এইচ/ 

সের্গেই ল্যাভরভ ব্রিকস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন