শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার

পাইলটের ভুলে বরফের নদীতে বিমান!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

পাইলটের ভুলে জমে যাওয়া বরফঢাকা নদীতে অবতরণ করেছে রাশিয়ার সোভিয়েত আমলের একটি এন-২৪ বিমান। গত বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ওই সময় বিমানটিতে ৩০ জন যাত্রী ছিলেন।

পোলার এয়ারলাইন্সের এ বিমানটির ইয়াকুতিয়া প্রদেশের জায়ারাঙ্কা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু পাইলট ভুলক্রমে বিমানটি বিমানবন্দরের রানওয়ের বদলে পাশের বরফে ঢাকা নদীতে নামিয়ে দেন। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদেই সেখানে অবতরণ করে।

আরো পড়ুন: বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে আলজেরিয়া থেকে ফ্রান্সে!

এ ব্যাপারে পূর্ব সাইবেরিয়া পরিবহণ বিভাগের প্রসিকিউটরের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে পাইলটের ভুলে।’

প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে বিমানটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে সাদা বরফের ওপর মাঝারি আকৃতির বিমানটি দাঁড়িয়ে আছে। বিমানের চাকার চাপের কারণে বরফে স্পষ্ট দাগ দেখা যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমএকটি ছবি প্রকাশ করেছে, এতে দেখা যাচ্ছে নদীর ওপর দাঁড়ানো বিমান থেকে যাত্রীরা নেমে আসছেন।

নদীতে বিমান অবতরণ করার ঘটনা ছড়িয়ে পড়ার পর এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে পোলার এয়ারলাইন্স। এতে তারা বলেছে, ‘একটি এন-২৪ বিমান জায়ারাঙ্কা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

সূত্র: সিএনএন

এইচআ/ / আই.কে.জে


রাশিয়া বিমান পাইলট বরফ নদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন