সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানি পুলিশের হাতে নির্বিচারে আটকের শিকার আফগান শরণার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে আফগান শরণার্থীদের নির্বিচারে আটকের পর, ইসলামাবাদের ইউএনএইচসিআর শরণার্থীদের আটক ও নির্বাসন বন্ধ করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এর মুখপাত্র কায়সার আফ্রিদি পাকিস্তানি কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেছে বলে নিশ্চিত করেছেন যে পাকিস্তানি কর্মকর্তারা ভবিষ্যতে আফগান অভিবাসীদের সমস্যা সমাধান করবে। 

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে, কিছু মানবাধিকার সংস্থা পাকিস্তানে আফগান শরণার্থীদের সমস্যার সমাধানের দাবি জানায়।

আফগান শরণার্থীরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে পাকিস্তানি পুলিশ দ্বারা হয়রানির অভিযোগ করলে, গত ২০ জুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান সরকারকে পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীদের নির্বিচারে আটক ও হয়রানি বন্ধ করার জন্য অনুরোধ করে।

এদিকে, আফগানিস্তানের ইসলামিক আমিরাতের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ২০২১ সালের আগস্টে গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর থেকে প্রায় ১৫ লাখ আফগান শরণার্থী দেশে ফিরে এসেছে।

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন যে অর্থনৈতিক অসুবিধা সত্ত্বেও পাকিস্তান সরকার আফগান অভিবাসী এবং অন্যান্য শরণার্থীদের জন্য তার সীমান্ত উন্মুক্ত রেখেছে।  রাব্বানি বলেন, পাকিস্তানও চায় আফগান শরণার্থীরা যেন তাদের নিজ দেশে ফিরে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে পারে।

২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে, নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে পাকিস্তানে আফগান শরণার্থীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পায়।

আই. কে. জে/


Important Urgent

খবরটি শেয়ার করুন