সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল *** জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে *** ২ বছর পর গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু *** আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি, শহীদ মিনারে নেতারা *** আলতাফ শাহনেওয়াজের যৌন নিপীড়ন ইস্যুতে সম্পাদকের কাছে পাঁচ বিশিষ্ট নারীর চিঠি *** জামায়াত বলে এক, করে আরেক: রুমিন ফারহানা *** বিনা দোষে ৪৩ বছর জেল খাটা ব্যক্তিকে কী এবার ভারতে ফেরত পাঠাবে আমেরিকা *** শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে: বেবী নাজনীন *** নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু

পাকিস্তানের জ্বালানি বাজারে ধাক্কা: আবারো দাম বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জ্বালানি বাজার আবারো বড় ধাক্কার মুখোমুখি হচ্ছে। আইএমএফের ঋণের শর্ত এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার  জন্য দেশটিতে বাড়ানো হয়েছে জ্বালানির দাম। 

বুধবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার জন্য দেশটিতে ডিজেলের দাম লিটার প্রতি ২০ রূপি এবং পেট্রোলের দাম লিটার প্রতি ১৮ রূপি বাড়ানো হয়েছে। এছাড়া অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্যের দামও ১২ থেকে ২৪ রূপি পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এর আগে আগস্টের প্রথম দিকে দেশটিতে পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় ২০ রূপি পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত সরকারকে আন্তর্জাতিক পণ্যের দাম বৃদ্ধিতে বাধ্য করেছে। কেননা এ শর্ত অনুযায়ী সরকার জ্বালানি দ্রব্যে ভর্তুকি দিতে পারছে না। ফলে সবটাই জনগণের উপর পড়ছে। 

বিশ্লেষকদের মতে, পাকিস্তানে কৃষি ও পরিবহন খাতে  ডিজেল ব্যবহৃত হয়। তাই এটির দাম বৃদ্ধিতে দেশটিতে আরও মূল্যস্ফীতি সৃষ্টি হবে। এতে দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর প্রভাব পড়বে। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যারা ফসল কাটার জন্য ডিজিল চালিত যন্ত্র ব্যবহর করে তারা জ্বালানির দাম বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হবে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের সময়  দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে দেশটি তেল শিল্প ধাক্কা খেয়েছে। ২০২২-২৩ অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের বছরের ৬ শতাংশ বৃদ্ধির তুলনায় মাত্র ০.৩ শতাংশ প্রসারিত হতে পারে।

এদিকে পাকিস্তানের বাজারে ইরান থেকে অবৈধভাবে আনা তেল বিক্রির কারণে, দেশটির দেশীয় তেল শিল্প-কারখানার বিক্রি কমে গেছে, যা দেশটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে বিক্রি হওয়া ডিজেলের ৩৫ শতাংশই ইরান থেকে অবৈধভাবে আসে। 

পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন এর মতে, অতীতে জ্বালানি তেলের চোরাচালান বেলুচিস্তান প্রদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন তা পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। এরপরও সরকার দাম তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে হেরফের  করছে ফলে দেশটির তেল এবং গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও তেল শিল্প মালিকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। কেননা কালোবাজারে কম দামে তেল বিক্রির ফলে দেশটির তেল শিল্প মালিকরা লোকসানের মুখে পড়ছেন। 

এম.এস.এইচ/

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250