ছবি-সংগৃহীত
তিন ধরনের পদে ৬৬০ কর্মকর্তা নিয়োগের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করেছে পূবালী ব্যাংক। পদগুলো হলো—প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষা হবে ৩০ সেপ্টেম্বর ২০২৩ (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। এরই মধ্যে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা ও ই-মেইলের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। প্রার্থীদের পূবালী ব্যাংকের ওয়েবসাইট (https://recruitment.pubalibankbd.com/general/) থেকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য বলা হয়েছে।
প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসার পদে ৬৬০ জনকে নিয়োগের জন্য গত মে মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে পূবালী ব্যাংক লিমিটেড।
প্রবেশনারি সিনিয়র অফিসার পদে ১০০ জন, প্রবেশনারি অফিসার পদে ২০০ ও প্রবেশনারি জুনিয়র অফিসার পদে ৩৬০ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রবেশনারি সিনিয়র অফিসার পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৪০ হাজার টাকা। এক বছরের প্রবেশনকাল শেষে বেতন স্কেল হবে ৩১,০০০-৬১,০০০ টাকা। মাসে বেতন মিলবে ৬৭ হাজার ৫০০ টাকা।
প্রবেশনারি অফিসার পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৩৫ হাজার টাকা।
এক বছরের প্রবেশন পিরিয়ড শেষে বেতন স্কেল হবে ২৫,০০০-৪৯,০০০ টাকা। মাসে বেতন হবে ৫৩ হাজার ৫৫০ টাকা।
প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৩০ হাজার টাকা। এক বছরের প্রবেশনকাল শেষে বেতন স্কেল হবে ২০,০০০-৩৮,০০০ টাকা। মাসে বেতন ৪৪ হাজার ৩০০ টাকা।
এসি/ আই.কে.জে/
আরো পড়ুন: নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক