শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের ডাবল সেঞ্চুরি, কদর বেড়েছে পেঁয়াজ পাতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

ভারতীয় পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করেছে খুচরা বাজারে। তাই কদর বাড়ছে পেঁয়াজ পাতার।বাজারের খুচরা দোকানিরা প্রতি কেজি পেঁয়াজের ফুলকাসহ পাতা বিক্রি করছেন ৫০-৬০ টাকা। তারা বলেন, আড়ত থেকে এক বস্তা পেঁয়াজপাতা কিনতে লেবার চার্জ দিতে হয়। তাছাড়া পচা, গলা, নষ্ট থাকে অনেক। তাই খুব বেশি লাভ হয় না।

আরো পড়ুন : পেঁয়াজের দাম বেশি রাখায় সারাদেশে ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনে নিয়মিত সবজি বেচেন মো. রহিম। তিনি জানান, প্রতি কেজি পেঁয়াজের ফুলকাসহ পাতা ৬০ টাকা। পেঁয়াজের দাম বেশি হওয়ায় পাতার কদর বেড়েছে।

গৃহিণী কামরুন নাহার বলেন, রাতারাতি পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করেছে। বাধ্য হয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো পেঁয়াজ পাতা কিনছি। তরকারিতে পেঁয়াজের সুবাস অন্তত মিলবে।

বাজারের একজন খুচরা বিক্রেতা জানান, চীনা বড় লাল পেঁয়াজ ১৪০ টাকা, ভারতীয় লাল পেঁয়াজ ২০০ টাকা, সোনালি ১৮০ টাকা, দেশি ছোট পেঁয়াজ ২২০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে আজ।

শনিবার (৯ই ডিসেম্বর) পেঁয়াজের বাজার তদারকিতে সারা দেশে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোরকে ৩০ হাজার, আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, খাতুনগঞ্জের বরকত ভাণ্ডারকে ২০ হাজার, এ এইচ ট্রেডার্সকে ১০ হাজার, এ কে ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এস/ আই.কে.জে/

পেঁয়াজের দাম পাতা-ফুলকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন