সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিস-ব্রেস্ট-প্যারিস সাইকেল প্রতিযোগিতায় আসামের প্রতিযোগীর দারুণ সাফল্য

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত শনিবার (২৪ আগস্ট) প্যারিস-ব্রেস্ট-প্যারিস সাইকেল প্রতিযোগিতা সম্পন্ন করে এক অনন্য মাইলফলক অর্জন করেছেন আসামের রিপুঞ্জয় গোগোই। 

মিডিয়ার তথ্য মতে, ৮৮ ঘন্টা ৩০ মিনিটে ১২২০ কিলোমিটারের এই প্রতিযোগিতা সম্পন্ন করেন তিনি। 

প্রতিযোগিতাটি সম্পন্ন করার চূড়ান্ত সময় হলো ৯০ ঘন্টা। মাত্র চারজন এ সময়ের মধ্যে প্রতিযোগিতাটি সম্পন্ন করেন। এর মধ্যে আসামের রিপুঞ্জয় একজন।

প্যারিস-ব্রেস্ট-প্যারিস বা পিবিপি হচ্ছে প্যারিস থেকে ব্রেস্ট অবদি প্রায় ১২২০ কিলোমিটার অতিক্রম করার এক সাইকেল দৌড় প্রতিযোগিতা, যা একজন প্রতিযোগিকে ৯০ ঘন্টার ভেতর সম্পন্ন করতে হয়।

প্রতিযোগিতায় মোট ৮৯০০ প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে ২৯০ জন প্রতিযোগী ভারতের প্রতিনিধিত্ব করেন। 

রিপুঞ্জয় ছাড়াও মনিষ কুমার দেকা, অগ্নিশ্বর মিত্র, সমুদ্র প্রকাশ দেকা এবং নিশু গর্গ আসাম থেকে প্রতিযোগিতাটিতে অংশ নেন। 

আর.এইচ 

সাইকেল প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন