শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো মোংলায় ভিড়লো বড় বিদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কয়লার বড় চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী 'এম ভি মানা' জাহাজ। শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বন্দর কর্তৃপক্ষ। বন্দর নির্মাণের ৭২ বছরের মধ্যে এত বড় চালানের কয়লা নিয়ে এর আগে কোনও জাহাজ ভেড়েনি মোংলায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মোঃ মাকরুজ্জামান বলেন, বন্দরের আউটবারে (বহির্নোঙ্গর) নিয়মিত ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। গত ৫ নভেম্বর আসা বিদেশি ওই জাহাজে ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা আসে। ফেয়ারওয়েতে নোঙ্গর করা ওই জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়েছে। এরপর বাকি ২৯ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের ২ নম্বর বয়ায় নোঙ্গর করে।  দুই একদিনের মধ্যে পুরো কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে বিদেশি এই জাহাজ।

উপসচিব মোঃ মাকরুজ্জামান আরও বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদী শাসনের ফলে গভীর ড্রাফটের যে কোনও জাহাজ এখন বন্দরে ভিড়তে পারছে। এছাড়া যে কোনও পণ্য খালাস ও হ্যান্ডলিং করতে মোংলা বন্দরের সক্ষমতা তৈরি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে বিদেশিরাও আগ্রহী হচ্ছেন।

আই. কে. জে/ 

মোংলা বিদেশি জাহাজ

খবরটি শেয়ার করুন