শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

ফরিদপুরে বিকালে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণার সফরে আজ মঙ্গলবার (২রা জানুয়ারি) ফরিদপুরে যাচ্ছেন। বিকাল ৩টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপক আয়োজন করা হয়েছে। জনসভা উপলক্ষে সাজানো হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ। মাঠের একদিকে স্থায়ী মঞ্চ ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। নারী ও পুরুষদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। 

আরো পড়ুন: আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না: শেখ হাসিনা

এই সফর উপলক্ষে জনসভা মাঠের বাইরে ফরিদপুর শহরেও প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠের আশপাশের এলাকাজুড়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে মাইক (লাউড স্পিকার) লাগানো হয়েছে। শহরের রাস্তা পরিষ্কার করা হয়েছে। ফরিদপুর পৌরসভার উদ্যোগে সড়কের পাশের গাছের নিচের অংশে রঙ করা হচ্ছে। সেই সঙ্গে সড়ক বিভাজকে রঙ করা, ড্রেন ও রাস্তা মেরামত করা হয়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, 'প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাঠে ৫০ হাজার দর্শক-শ্রোতাসহ সড়ক এবং আশেপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।'

তিনি জানান, সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী শামীম হক। সভায় ফরিদপুরের বাকি তিন সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর শহরে সর্বশেষ এসেছিলেন ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন। ছয় বছর নয় মাস পর আজ আবার ফরিদপুর শহরে আসছেন তিনি।

এইচআ/ আই. কে. জে/ 

ফরিদপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন