বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল *** এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের *** সন্ত্রাসবিরোধী আইনকে সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: প্রথম আলো *** একুশের বইমেলা ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু *** তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি *** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি

ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে ২০২৩ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ফিফা ‘দ্য বেস্ট' ছেলেদের পুরস্কার জিতলেন লিওনেল মেসি।

সোমবার (১৫ই জানুয়ারি) রাতে লন্ডনে দ্য বেস্ট ফিফা ফুটবল পুরস্কার অনুষ্ঠানে বিজয়ী হিসেবে এই আর্জেন্টাইন মহাতারকার নাম ঘোষণা করা হয়।

ক্রীড়া বিশ্লেষকদের মতে এবার পুরস্কারটি জয়ে ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী স্ট্রাইকার আর্লিং হলান্ড এগিয়ে ছিলেন। কিন্তু ভোটাভুটির মাধ্যমে ছেলেদের ‘দ্য বেস্ট’ পুরস্কারটি জিতেছেন মেসি। আর্জেন্টাইন তারকা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় পুরস্কারটি নিজ হাতে নিতে পারেননি। সংক্ষিপ্ত তালিকায় অন্য প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।

পুরস্কারের জন্য ২০২২ সালের ১৯শে ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০শে আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ছেলেদের ‘দ্য বেস্ট’ বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা। ফিফার ওয়েবসাইটে লাইভ বিবরণীতে বলা হয়েছে, এবার পুরস্কারটি জিততে মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাকিদের। 

মেসি এবং হলান্ড দুজনেই সমান ৪৮ স্কোরিং পয়েন্ট পেয়েছেন ভোটাভুটিতে। কিন্তু মেসি এগিয়ে গেছেন জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশিসংখ্যকবার প্রথমে থেকে। মানে অধিনায়কেরা ভোট দিতে পছন্দের তালিকায় যে তিনজনকে বেছে নিয়েছেন, সেখানে সবচেয়ে বেশিসংখ্যকবার শীর্ষে ছিলেন মেসি। এমবাপ্পে ৩৮ স্কোরিং পয়েন্ট পেয়ে তৃতীয়।

মেসির অনুপস্থিতিতে তাঁর পুরস্কারটি থিয়েরি অরি হাতে নিয়ে মজা করে বলেছেন, ‘এটা আমিই নিচ্ছি। কারণ আমি এটা কখনো জিতিনি।’ 

এ নিয়ে তৃতীয়বার পুরস্কারটি জিতলেন মেসি। এবার জিতলেন টানা দ্বিতীয়বার। প্রথমবার জিতেছিলেন ২০১৯ সালে।

বর্ষসেরা গোলের স্বীকৃতি হিসেবে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন বোটাফোগো এসপির গুইলহার্মে মাদরুগা। ছেলেদের ‘দ্য বেস্ট’ কোচ পেপ গার্দিওলা। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে ‘ট্রেবল’ জেতেন গার্দিওলা। স্প্যানিশ এই কোচের হাতেই উঠল ছেলেদের ফিফা ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার।

ইংল্যান্ড নারী ফুটবল দলের কোচ সারিনা ভাইগমানের হাতে উঠেছে ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার। এছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবলজয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন পেয়েছেন ছেলেদের ‘দ্য বেস্ট’ গোলকিপারের পুরস্কার।

ওআ/

মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250