রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলে ফুলে ছেয়ে গেছে খাগড়াছড়ি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা। শরতের রূপ যেন ফিরে এসেছে ভরা বর্ষায়। পাহাড়ের ভাঁজে ভাঁজে কখনো রোদ, কখনো বৃষ্টি। প্রকৃতি যেন ফিরে পেয়েছে আপন সৌন্দর্য। বদলে গেছে পাহাড়ের প্রকৃতি। অপার এই সৌন্দর্য উপভোগ করতে খাগড়াছড়ির পাহাড়ে ছুটছেন প্রকৃতিপ্রেমীরা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি নয়নাভিরাম এমন দৃশ্য যেন উন্নয়নে ঢাকা না পড়ে সে প্রত্যাশা নাগরিক সমাজের। পাশাপাশি প্রকৃতির স্বকীয়তা টিকিয়ে বন ও পাহাড় সংরক্ষণের দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। অকৃত্রিম রূপে পর্যটন শহরকে বৃক্ষরাজিতে সাজানোর পরিকল্পনার কথা বলছেন পৌর কর্তৃপক্ষ।

সবুজ পাহাড়ে উড়ে যাচ্ছে সাদা মেঘ। পাহাড়ে এখন রোদবৃষ্টির খেলা। পাহাড়ের রূপ দেখে মুগ্ধ হবে যে কেউ। ভরা বর্ষায় সবুজ পাহাড় যেন ফিরে পেয়েছে তার আপন রূপে। প্রকৃতির সজীবতা অন্য যে কোনো বছরের চেয়ে বেশি। গ্রীষ্মের বাহারি ফুলে ছেয়ে গেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির পথপ্রান্তর।


ছবি: সংগৃহীত

কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া, সোনালু, জারুল, লাল সোনাইলসহ নাম জানা অজানা কত ফুল। সড়কের দুই পাশ, বসতবাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবখানে রক্ত রাঙ্গা কৃষ্ণচূড়া, হলুদ আভার সোনালু ও জারুল যেন পুড়ে পুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে। পাহাড়ের এই রূপ দেখতে অনেকে পাহাড়ে বেড়াতে আসছেন। পর্যটকসহ স্থানীয় সবারই নজর কাড়ছে নয়নাভিরাম এমন দৃশ্য।

খাগড়াছড়ির অর্কিডপ্রেমী সাইথোয়াই মারমা সাংবাদিকদের বলেন, ‘এ বর্ষায় খাগড়াছড়িতে যেন শরতের আমেজ, বিভিন্ন সড়কের নানান ধরনের ফুল ফুটেছে। নানা রঙের ফুল শোভা পাচ্ছে পাহাড়ে। অন্য যেকোনো বছরের তুলনায় এ বছর প্রকৃতি আরও বেশি সজীব। প্রকৃতিতে ফিরেছে স্বকীয়তা। প্রকৃতির এই পরিবর্তন আমাদের জন্য আশীর্বাদ। আমাদের উচিত প্রকৃতির প্রতি আমাদের শোষণ বন্ধ করা।’

প্ল্যানটেশন ফর নেচারের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা বলেন, ‘প্রকৃতির এই পরিবর্তনে জীববৈচিত্র্যেও ইতিবাচক পরিবর্তন হয়েছে। প্রকৃতির এই সজীবতা ধরে রাখতে উদ্যোগ নিতে হবে আমাদের।’


ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবির সাংবাদিকদের জানান, বর্ষায় প্রকৃতি আপন সৌন্দর্যে প্রত্যাবর্তন করেছে।  এমন সৌন্দর্য ধরে রাখতে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য সবাইকে কাজ করতে হবে।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী গণমাধ্যমকে জানান, পৌর এলাকায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় প্রধান প্রধান সড়ক ও নিউজিল্যান্ড এলাকায় ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকৃতি রক্ষায় পরিবেশপ্রেমীরা আরও সচেতন হবে এমনটাই প্রত্যাশা করেন মেয়র।

আরো পড়ুন: ভ্রমণের অসম্ভব সুন্দর জায়গা কাপ্তাই হ্রদ

এদিকে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, জেলার প্রধান প্রধান সড়কের দুই পাশে সবুজায়নের লক্ষে ল্যান্ডস্কেপ নীতিমালার আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ২০ হাজার চারা রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন