বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

বচ্চন পরিবারে মিলনের সুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিগত কয়েক মাস ধরে বচ্চন পরিবারের সংসার ভাঙনের যে জল্পনা চলছিল তারই যেন উত্তর দিলো বচ্চন পরিবার। এবার তারা যে একসঙ্গেই আছেন, সে কথাই বুঝিয়ে দিলেন অভিষেক-ঐশ্বরিয়া।

দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল বিটাউনে। ইতোমধ্যে মেয়েকে নিয়ে স্বামীর বাড়িও ছেড়েছেন এই অভিনেত্রী। বচ্চন পরিবারের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার। এমনকি বিচ্ছেদের পথেও হাঁটতে চলেছেন তারা।

তবে দাম্পত্য জীবনের এমন কলহের মাঝে এবার এক হওয়ার গুঞ্জন উঠেছে অভিষেক-ঐশ্বরিয়ার। মাঝে এই তারকা দম্পতিকে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা না গেলেও, ইদানীং তাদের সখ্যতা আগের মতোই আবার দেখা যাচ্ছে।

আর এতেই ভক্তদের মনে যেন খুশির ঢেউ উঠেছে। কারণ নেটিজেনদের প্রত্যাশা— সব বিবাদ ভুলে যেন ফের এক হয়ে যান অভিষেক-ঐশ্বরিয়া। অবশেষে তাদের চাওয়াই সত্যি হতে চলেছে।

ফের শ্বশুর অমিতাভ, মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেকের সঙ্গে আনন্দ করতে দেখা গেল ঐশ্বরিয়াকে। তা-ও আবার খেলার মাঠে। ‘জয়পুর পিংক প্যান্থার্স’ কাবাডি দলের মালিক অভিষেক।

আরো পড়ুন: বিজয়ী হয়েই ফেরদৌসের নতুন কর্মসূচি

গত ৬ই জানুয়ারি সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে স্বামীর কাবাডি দলের হয়ে গলা ফাটান ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা। তাদের সঙ্গে গলা মেলান শ্বশুর অমিতাভও। এর আগে ‘আর্চিজ’র প্রিমিয়ার ও আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের।

ভারতীয় গণমাধ্যম হতে জানা যায়, গ্যালারির দর্শকের আসনের প্রথমে বসেছেন অভিষেক, পাশে বাবা অমিতাভ। তাদের পাশেই দেখা যায়, ঐশ্বরিয়া আর আরাধ্যাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটিই প্রকাশ্যে আসার পর থেকে যেন স্বস্তি পেয়েছেন অভিষেক-ঐশ্বরিয়ার ভক্তরা। তবে নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েননি কেউ কেউ।

সূত্র : আনন্দবাজার

এসি/ আই.কে.জে/


বচ্চন পরিবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন