সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

বর্ষায় ধনিয়া পাতা ফ্রিজে রাখলে পঁচে যায়, জেনে নিন সংরক্ষন করার উপায়!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

রান্নায় প্রতিনিয়ত ধনিয়া পাতা ব্যবহার করা হয়। রান্নায় স্বাদ বাড়াতে ধনিয়া পাতার তুলনা নেই। অথচ বর্ষার সময় ফ্রিজে বেশি করে ধনিয়া পাতা রেখে দিলেই সেগুলি পচে যায়। এমন পরিস্থিতিতে ধনিয়া পাতা সংরক্ষণের কিছু কৌশল জেনে রাখতে পারেন। এতে ধনিয়া পাতা দীর্ঘ দিন ভালো থাকবে। যেমন-

বাজার থেকে বেশি করে টাটকা ধনিয়া পাতা কিনে এনে সবার আগে পচা পাতা এবং শিকড়গুলি বেছে পরিষ্কার করে নিন। এবার একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে নিন। ধনিয়া পাতাগুলি সেই পানিতে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখুন।

 পানি থেকে ধনিয়া পাতাগুলি তুলে টিস্যু পেপারের উপর বিছিয়ে শুকনো করে নিন। শুকিয়ে গেলে কুচি করে কেটে নিন।


ছবি: সংগৃহীত

 এখন কুচোনো পাতাগুলি গরম পানিতে দু’মিনিট ভাপিয়ে নিন। খুব বেশিক্ষণ ভাপ দিলে ধনিয়া পাতার সবুজ রং ফ্যাকাশে হয়ে যাবে।

 এর পর পানি ঝরিয়ে ফের পাতাগুলি শুকিয়ে নিন। ভালো করে শুকিয়ে নিয়ে ধনিয়া পাতাগুলি জিপলক পাউচে বা বাতাস ঢুকবে না এমন কৌটায় ভরে রাখুন।

আরো পড়ুন: চারাগাছ কিনতে গেলেই ঠকছেন?

এ বার ডিপ ফ্রিজে ভরে রাখুন। এভাবে সংরক্ষণ করলে দীর্ঘ দিন ভালো থাকবে ধনিয়া পাতা। রান্নার সময়ে পরিমাণ মতো বার করে আবার ফ্রিজে রেখে দিন।

যদি সপ্তাহখানেক ধনিয়া পাতা ভালো রাখতে চান, তা হলে বাজার থেকে ধনিয়া পাতা এনে টিস্যুপেপারের উপর বিছিয়ে প্লাস্টিকের কৌটায় ভরে ফ্রিজে রাখুন।

এম/


বর্ষা ধনিয়া পাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250