ছবি: সংগৃহীত
এখন তিনি গ্লোবাল স্টার। সংসারও পেতেছেন বিদেশে। তবে শুরু তো ভারতীয় সিনেমার হাত ধরেই হয়েছিল। সেই ভারতীয় সিনেমা সম্পর্কেই বিতর্কিত মন্তব্য করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৬ সালে এমি অ্যাওয়ার্ডসে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তার কাছে ভারতীয় সিনেমা সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন প্রিয়াঙ্কা বলেন, ‘দেখুন ভারতীয় সিনেমা মানেই বক্ষযুগল আর নিতম্ব।’ এরপরই নেচে দেখাতে থাকেন অভিনেত্রী। সঞ্চালিকার তার এই নাচ বেশ পছন্দ হয়।
আরো পড়ুন: আমি ওই হিরো না যে বউ-বাচ্চার কথা বলবো না: আফরান নিশো
ভাইরাল সেই ভিডিওতে এক নেটিজেন মন্তব্যে লিখেছেন, ‘ভালোই হয়েছে এখান থেকে চলে গেছে, কিছু মানুষের সাদা চামড়ার স্বীকৃতি না পেলে হয় না।’
একজন আবার লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া ভারতের শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে কিছু জানেন না, যা থেকে একাধিকবার বলিউড অনুপ্রেরণা পেয়েছে। শ্রীদেবী, বৈজন্তীমালা, ঐশ্বর্য ভরতনাট্যম শিখেছেন, মাধুরী কত্থক, মীনাক্ষী শেষাদ্রি ওড়িশি ও কত্থক-সহ অন্যান্য নৃত্যকলাও শিখেছেন, এমনকী আলিয়া এফ-এরও কত্থকের প্রশিক্ষণ রয়েছে। এই সমস্ত নৃত্যশৈলীর অবদান বলিউডে রয়েছে। যদিও প্রিয়াঙ্কাকে সাদা চামড়ার মানুষদের ধারণা অনুযায়ীই কথা বলতে হবে।’
এসি/