শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

বাংলাদেশকে চিনির বিকল্প উৎস খুঁজতে হবে শিগগিরই

সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ইব্রাহীম খলিল জুয়েল

বিদেশে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত। আগামী অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম থেকে চিনি মিলগুলোকে রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এমন পদক্ষেপ ভারত নিতে যাচ্ছে বলে জানা গেছে।  বৃহস্পতিবার (২৪ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স ভারত সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে এ খবর জানার পর বাংলাদেশের বাজার বিশ্লেষকরা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ সরকারকে এখনই চিনির বিকল্প উৎসের সন্ধান করতে হবে এবং সেখান থেকে আমদানি শুরু করতে হবে। নইলে দেশের কথিত সিন্ডিকেট ব্যবসায়ীরা এর সুযোগ নেবে।   

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবর থেকে ভারতে চিনির নতুন মৌসুম শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে দেশটির তিনটি সরকারি সূত্র জানিয়েছে। বিশ্ববাজারে ভারতের চিনির ঘাটতি এই পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

ভারতের একটি সরকারি সূত্র  বলেছে, ‘প্রাথমিকভাবে আমাদের মনোযোগের বিষয় হচ্ছে- স্থানীয় চিনির চাহিদা পূরণ করা এবং উদ্বৃত্ত আখ থেকে ইথানল তৈরি করা। আসন্ন মৌসুমে রফতানি কোটার জন্য জন্য আমাদের কাছে পর্যাপ্ত চিনি থাকবে না। ’

গত মৌসুমে রেকর্ড এক কোটি ১১ লাখ টন চিনি রপ্তানি করেছিল ভারত। সেখানে চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬১ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়।  

এর আগে, ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশে কেজিতে পেঁয়াজের দাম এক লাফে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ সেঞ্চুরি করেছে। ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভালো মানের পেঁয়াজ। চিনির দাম এমনিতেই অস্বাভাবিক বেড়েছে। এই সুযোগে ব্যবসায়ীরা যেন চিনির দাম অসহনীয় পর্যায়ে নিয়ে যেতে না পারে সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজর রাখতে হবে এবং বিকল্প ব্যবস্থা নিতে হবে- এমনটাই বলছেন বিশ্লেষকরা।


ভারত চিনি রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন