বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ ক্রিকেট দল যে অনাকাঙিক্ষত পরাজয় ‘উপহার’ দিয়েছে এতে মন খারাপ দলের সমর্থকদের। বেদনায় কাতর হয়েছেন অনেকে। এই তালিকা থেকে বাদ যাননি চলচ্চিত্র তারকারাও।
আলোচিত চিত্রনায়ক জায়েদ খান তো রীতিমতো এ নিয়ে এক অভিপ্রায়ই ব্যক্ত করে বসলেন। টাইগারদের সঙ্গে মাঠে খেলতে যেতে চান তিনি।
সামাজিক মাধ্যমে লাল-সবুজের জার্সি গায়ে দেওয়া কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, মাঠে আমার যেতেই হবে।
ছবিগুলো মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটাগরিকরা মজাও নিচ্ছেন বেশ। আসলে, মজার ছলেই এই পোস্টটি দিয়েছেন জায়েদ।
এর আগে এক সাক্ষাৎকারে জায়েদ জানিয়েছিলেন, তিনি একসময় ক্রিকেট খেলতেন। পিরোজপুর জেলা দলেরও ফাস্ট বোলার ছিলেন।
জায়েদ খান বলেছিলেন, ‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম। আমি পিরোজপুর জেলা দলেও খেলেছি, ফাস্ট বোলার ছিলাম। ঢাকায় আসার উদ্দেশ্য ছিল ক্রিকেটার হব। এজন্যই মফস্বল থেকে ঢাকা আসা। কিন্তু ঢাকায় এসে মাঠ রেখে সিনেমা পর্দায় চলে গেছে। তারপরও ক্রিকেট দেখি, নিয়মিতই ক্রিকেটের সব বুঝি। ক্রিকেটের এমন কিছু নেই, ২২ গজের মধ্যে কি হয় মুখস্থ আমার।’
তিনি আরও বলেছিলেন, ‘সিনেমার পাশাপাশি ক্রিকেটকেও ভালোবাসি। স্বপ্ন দেখি বাংলাদেশ ক্রিকেট একদিন বিশ্বকাপ নিয়ে আসবে। আমরা তাদের এয়ারপোর্টে সংবর্ধনা দিব। সেই স্বপ্ন আমি দেখি।’
ওআ/