বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে এসে ‘প্রিয়তমা’ দেখলেন ইধিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত চলচ্চিত্র ‘প্রিয়তমা’। মুক্তির পরপরই দারুণ সফলতা পায় ছবিটি। শাকিব খানের পাশাপাশি সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পালের প্রশংসাও দর্শকদের মুখে মুখে।

বাংলাদেশের দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পাশাপাশি এবার বাংলাদেশে এসে নিজের প্রথম চলচ্চিত্র দেখলেন ইধিকা পাল। এর আগে সাক্ষাৎকারে কথা দিয়েছিলেন ইধিকা, যদি কলকাতায় ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তি না পায় তবে বাংলাদেশে আসবেন তিনি। 

আরো পড়ুন: পোর্টের কেরানি থেকে যেভাবে মহানায়ক হন উত্তম কুমার

এখানে এসেই দেখবেন নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমাটি। সে কথা রেখেছেন ইধিকা পাল। এমন একটি সিনেমার নায়িকা হতে পেরে আনন্দিত কলকাতার টিভি সিরিয়াল থেকে সিনেমায় আসা ইধিকা।

২৪ জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সে উপভোগ করেছেন ‘প্রিয়তমা’ সিনেমাটি। সেই আনন্দ প্রকাশ করে তিনি ফেসবুকে লেখেন, অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার অথবা ছদ্মবেশে রাখার অভ্যাস আমার। এবার বিগ স্ক্রিনে আমার প্রথম ফিচার ফিল্মটিও দেখলাম ছদ্মবেশে, শ্রোতাদের সঙ্গে।

এসি/ আই.কে.জে/


‘প্রিয়তমা’ ইধিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250