বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবাহিনীতে সর্বাধুনিক বিমান ও সরঞ্জামাদি যোগ হচ্ছে: এয়ার চিফ মার্শাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীতে সর্বাধুনিক বিমান ও সরঞ্জামাদি যোগ হচ্ছে জানিয়ে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আধুনিক বিমানবাহিনীর স্বপ্ন দেখেছিলেন। তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এ বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে তোলা হচ্ছে।

বুধবার (১৪ জুন) বাংলাদেশ বিমানবাহিনীর ৮২তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি-২০২৩ কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে যশোরে অবস্থিত বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৩ অনষ্ঠানে এসব কথা বলেন বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন তিনি। পাশাপাশি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

অফিসার ক্যাডেট কাশশাফ মাহবুব লাবিব ৮২তম বাফা কোর্স সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার', অফিসার ক্যাডেট ওয়াসিফ আহাম্মদ উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং অফিসার ক্যাডেট সৈয়দা ফারিহা ইয়াসমিন জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি লাভ করেন। ৮২তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ) এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট সৈয়দা ফারিহা ইয়াসমিন ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি' লাভ করেন। এই গ্রীষ্মকালীন সেমিস্টারে ১নং স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিরোচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিমানবাহিনী প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি উল্লেখ করেন, জাতির পিতা একটি আধুনিক বিমানবাহিনীর স্বপ্ন দেখেছিলেন এবং তার এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার বাংলাদেশ বিমানবাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। বাহিনীতে সংযোজিত হচ্ছে নতুন নতুন সব সর্বাধুনিক বিমান এবং সরঞ্জামাদি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও দিকনির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়সহ বিমানবাহিনী পরিচালিত স্কুল ও কলেজ বাংলাদেশের শিক্ষা খাতে অসামান্য অবদান রেখে চলেছে, যার মাধ্যমে রূপকল্প ২০৪১ এর জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমানবাহিনী আরও একধাপ এগিয়ে যাবে। এ ছাড়া বিশ্ব শান্তিরক্ষাসহ দেশের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা, দুর্গম পাহাড়ি এলাকায় বীজ বপন এবং অন্যান্য দেশে মানবিক সাহায্য প্রেরনে বাংলাদেশ বিমানবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় বহন করছে।

সবশেষে তিনি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির সব সদস্যকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন: পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল

এ কুজকাওয়াজের মাধ্যমে ৬ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ২২ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কুচকাওয়াজ শেষে বিমানবাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মালোপীয় এরোনেটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এম এইচ ডি/

বাংলাদেশ বিমানবাহিনী সর্বাধুনিক বিমান এয়ার চিফ মার্শাল

খবরটি শেয়ার করুন