ছবি: সংগৃহীত
বিশ্বকাপে বাছাই পর্বে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা করেছে আলবিসেলেস্তে বাহিনী।
ইকুয়েডরের বিপক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আলবিসেলেস্তেদের জয়ে একমাত্র গোলটাও মেসি করেছেন সেই স্পটকিকেই। এই গোলের মাধ্যমে সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলের তালিকায় চারে উঠে এলেন মেসি। যেখানে তার সঙ্গে অবস্থান করছেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। তাদের দুজনেরই ফ্রিকিকে গোল ৬৪টি।
ফ্রি কিক থেকে সবচেয়ে বেশি গোলের মালিক অবশ্য এক ব্রাজিলিয়ান। সাবেক ফুটবলার জুনিনহো ক্লাব এবং দেশের হয়ে করেছেন ৭৭ ফ্রি কিক গোল। তালিকার ২য় স্থানেও আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ফুটবলের রাজপুত্র খ্যাত এই স্ট্রাইকারের ফ্রি কিক গোল ৭০টি।
তিনে আছেন মেসিরই সাবেক সতীর্থ রোনালদিনহো। সাবেক এই সেলেসাও গ্রেটের ফ্রিকিক গোল ৬৬টি। ৩য় স্থানে অবশ্য আরও একজন আছেন। আর্জেন্টিনার ভিক্টর লেগ্রোটাগ্লিয়ে ফ্রি কিকে করেছেন সমান সংখ্যক গোল। তালিকায় এরপরেই আছে মেসি এবং ডেভিড বেকহ্যামের নাম। তাদের গোল ৬৫টি করে।
আর.এইচ/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন