সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকে আছে ২২ টাকা, দানের চেকে লিখলেন ১৩২ কোটি ৪২ লাখ!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

দানবক্সে খুলে একটি চেক পান মন্দিরের কর্তৃপক্ষ। অনেকেই ব্যাংক চেকের মাধ্যমে দান করেন। তবে টাকার অংক দেখে তাদের চোখ ছানাবড়া। সেখানে লেখা ১০০ কোটি রুপি যা বাংলাদেশি টাকা প্রায় ১৩২ কোটি ৪২ লাখ টাকা । পরে মন্দির কর্তৃপক্ষ যোগাযোগ করে ব্যাংকে। সেখানে গিয়ে দেখা যায় ওই অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৭ রুপি (২২ টাকা) । 

এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের শ্রী বরাহ লক্ষ্মী নারায়ণ স্বামী মন্দিরে। বিপুল পরিমাণ অর্থ দানের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় ওই এলাকায়। 

খবরে বলা হয়েছে, গত ২৩ আগস্ট বাক্স থেকে ভক্তদের দান সংগ্রহ করছিলেন পুরোহিত এবং মন্দিরের কর্মীরা। সেই সময় ওই চেক নজরে আসে। বিষয়টি মন্দিরের এক শীর্ষ কর্মকর্তা ত্রিনাধ রাওকে বিষয়টি জানান তারা। কিন্তু ‘রহস্যময়’ ওই ভক্ত কে? এত টাকা দান করা নিয়েও একটা সন্দেহ দানা বাঁধে মন্দির কর্তৃপক্ষের মনে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, একটি বেসরকারি ব্যাংকের চেকে টাকার অংক লেখা ছিল। অ্যাকাউন্ট হোল্ডারের সইও ছিল তাতে। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু চেকের টাকার পরিমাণ সঠিক কি না সেটি যাচাই করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করে মন্দির কর্তৃপক্ষ। 

পরে ব্যাংকটির তরফে জানানো হয়, এই চেকটি ভুয়া নয়। বোদেপল্লি রাধাকৃষ্ণ নামে এক ব্যক্তি এই চেক দান করেছেন। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু দান করা টাকার পরিমাণ কি সঠিক, সেই বিষয়টি জানার পরই হোঁচট খায় মন্দির কর্তৃপক্ষ। তাদের জানানো হয়, চেকে যে পরিমাণ টাকা উল্লেখ করা হয়েছে, সেই পরিমাণ টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে নেই। মাত্র ১৭ রুপি রয়েছে ওই ব্যক্তির অ্যাকাউন্টে।

সূত্র: খবর আনন্দবাজার


ওআ/

ব্যাংক চেক

খবরটি শেয়ার করুন