বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. শাহগীর আলম - ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স উপলক্ষে স্কাউটের ৩৮০টি ইউনিট একযোগে বিভিন্ন প্রজাতি গাছের অন্তত চার হাজার চারা রোপণ করেছেন।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. শাহগীর আলম। পরে বাংলাদেশ স্কাউটসের সদর উপজেলা শাখা আয়োজিত ৬০৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

 ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, বৃক্ষরোপণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মাদকবিরোধী অভিযান। প্রতি উপজেলায় দাঙ্গা বিরোধী অভিযান করব। ছোট ছেলে বা নাতি দাঁড়িয়ে বাবা ও দাদার দাঙ্গার বিরোধিতা করলে তারা লজ্জায় হলেও দাঙ্গা থেকে ফিরে আসবে। স্কাউটিংয়ের বিষয়ে শুরুতেই হাল ছেড়ে দেবেন না। ব্রাহ্মণবাড়িয়া স্কাউটিং সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। স্কাউট যদি দাঙ্গা প্রতিরোধ বিষয়ে উদ্বুদ্ধ করে লজ্জায় হলেও তারা দাঙ্গা করবে না। কর্মপরিকল্পনা করে স্কাউটের কার্যক্রম এগিয়ে নিয়ে যান। মানুষকে সঠিকভাবে উদ্বুদ্ধ করতে পারলে, মানুষ পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর বজ্রপাতে আটজন মারা গেছেন। তালগাছ বজ্রপাত প্রতিরোধ করে। মানুষ তালগাছ কেটে ফেলেছে বলেই এর প্রতিদানে মানুষকে প্রাণ দিতে হচ্ছে। তাই সবাই তালগাছ রোপণের জন্য উপস্থিত সবাই অনুরোধ জানান তিনি।

 আয়োজকরা জানান, সদর উপজেলার ৬৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটের ৩৮০টি ইউনিটের প্রতিটি ইউনিট ১০টি করে বৃক্ষরোপণ করেছে। এর মধ্যে সদর উপজেলার প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয় ২০ টি করে বৃক্ষরোপণ করেছে। যেসব বৃক্ষরোপণ করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য জাম, তালগাছ, অর্জুন, নিম, আকাশী, কড়ই, কামিনী, বেলী, হাসনাহেনা, টগর, গোলাপ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ জানান, বৃহস্পতিবার সকালে স্কাউটিংয়ের বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে সদর উপজেলার স্কাউটের ৩৮০ টি ইউনিটের প্রতিটি ইউনিট ১০টি করে বৃক্ষরোপণ করেছে।  স্কাউট ইউনিট স্ব স্ব উদ্যোগে গাছ কিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, বাংলাদেশ স্কাউট জেলা শাখার কমিশনার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। 

আরো পড়ুন:হিলিতে কমেছে পেঁয়াজের দাম

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, জেলা স্কাউটের সম্পাদক লায়ন ফিরোজুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন সুলতানা।

এম/


ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ

খবরটি শেয়ার করুন