বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার তিন স্কুলে বই দিলো বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ’র সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্কুলে বই বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। ফলে এ বছর বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৩ হাজার ৬০০ বই বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে সম্প্রতি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের হাতে বই তুলে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বই তুলে দেন বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিকাশ-ইভিপি এবং হেড অব রেগুলেটরি অ্যান্ড করর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির।

নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ২০১৪ সাল থেকে বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ। এ কর্মসূচির আওতায় প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখ বই বিতরণ করেছে বিকাশ, তাতে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি

আই. কে. জে/ 


বিশ্বসাহিত্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন