শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

ব্রাহ্মণবাড়িয়ার তিন স্কুলে বই দিলো বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ’র সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্কুলে বই বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। ফলে এ বছর বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৩ হাজার ৬০০ বই বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে সম্প্রতি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের হাতে বই তুলে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বই তুলে দেন বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিকাশ-ইভিপি এবং হেড অব রেগুলেটরি অ্যান্ড করর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির।

নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ২০১৪ সাল থেকে বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ। এ কর্মসূচির আওতায় প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখ বই বিতরণ করেছে বিকাশ, তাতে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি

আই. কে. জে/ 


বিশ্বসাহিত্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250