সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটিশ মিউজিয়াম থেকে ২০০০ প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ব্রিটিশ মিউজিয়াম। ফাইল ছবি

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম। সম্প্রতি জাদুঘরটি থেকে অন্তত দুই হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়েছে বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। 

শনিবার (২৬ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এব্যাপারে ব্রিটিশ মিউজিয়ামের চেয়ারম্যান জর্জ অসবোর্ন বিবিসিকে বলেন, “আনুমানিক দুই হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়েছে। জাদুঘরের কর্মকর্তারা চুরি হওয়া জিনিসপত্র শনাক্ত করার কাজ করছেন। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার গয়না, বিভিন্ন রত্ন ও ভাস্কর্য। এগুলো প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো। সম্প্রতি এই জিনিসগুলোর কোনোটিই জনসমক্ষে প্রদর্শন করা হয়নি।”

চুরির ঘটনার দায় স্বীকার করে জর্জ অসবোর্ন আরও বলেন, “চুরির ঘটনায় ব্রিটিশ মিউজিয়ামের খ্যাতি নষ্ট হয়েছে। দীর্ঘ সময় ধরে আমরা এই চুরির শিকার হয়েছি। চুরি আটকাতে আগেই ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু তা গুরুত্ব দিয়ে দেখা হয়নি।”

এদিকে এঘটনায় গত শুক্রবারই পদত্যাগ করেন ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশার। গোটা ঘটনার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। ঐতিহাসিক বিভিন্ন জিনিস অনলাইনে বিক্রি হচ্ছে, তা নিয়ে সতর্কতার পরেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফিশার। 

এব্যাপারে ব্রিটিশ মিউজিয়ামের উপ পরিচালক জোনাথন উইলিয়ামস জানান, “গোটা ঘটনার পর্যালোচনা করা হলে তিনি সরে দাঁড়াবেন।”

এদিকে ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষ অনুমান করছে, যে এই কাজ যে করেছে, সে মিউজিয়ামের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি। এ ঘটনায় এক কর্মীকে বরখাস্তও করেছে জাদুঘর কর্তৃপক্ষ। তবে তার নাম পরিচয় এখনো জানানো হয়নি। 

এম.এস.এইচ/

ব্রিটিশ মিউজিয়াম চুরি

খবরটি শেয়ার করুন