সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্ল্যাক সি গ্রেইন উদ্যোগ প্রত্যাহারে সমালোচনার সম্মুখীন রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

সম্প্রতি কৃষ্ণসাগরের উত্তর-পশ্চিম অংশে নৌচলাচলের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেছে রাশিয়া। এ নিয়ে জাতিসংঘের ব্ল্যাক সি গ্রেইন উদ্যোগকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, ইউক্রেন সংঘাতের কারণে উন্নয়নশীল দেশগুলো বিশেষ প্রভাবিত হয়েছে। ভারত সর্বদাই খাদ্য, সার এবং জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলার কথা তুলে ধরেছে।

ব্ল্যাক সি গ্রেইন উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য জাতিসংঘের মহাসচিবের প্রচেষ্টাকেও সমর্থন জানিয়েছে ভারত৷ রাশিয়ার পক্ষ থেকে চুক্তিটি বন্ধ করা হলেও বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান আশা করছেন অরিন্দম বাগচী৷ গত সোমবার রাশিয়া চলমান যুদ্ধের মধ্যেও শস্য রপ্তানির ব্যাপারে ইউক্রেনের সাথে চুক্তিবদ্ধ হয়। 

২০২২ সালের জুলাই মাসে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্ততায় হওয়া চুক্তিটির আনুষ্ঠানিকভাবে সোমবার বিকেল ৫ টায় মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র, দিমিত্রি পেসকোভ জানান, রাশিয়া এখনই চুক্তিটি পুনর্নবীকরণ করতে চাইছে না। এ চুক্তির কারণে রাশিয়া তার নিজস্ব খাদ্যসামগ্রী পর্যাপ্তভাবে রপ্তানি করতে পারছেনা বলেও অভিযোগ করে।

তবে রাশিয়া চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার পরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের সমালোচনার শিকার হয়৷ রাশিয়া চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পরেই ইউক্রেনের বিষয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়। চুক্তিটি কিয়েভকে কৃষ্ণ সাগরের উপর দিয়ে খাদ্যশস্য পরিবহনের অনুমতি দেয়।

যুক্তরাজ্য ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ থেকে রাশিয়ার প্রত্যাহারের সিদ্ধান্তকে কঠোর ভাষায় নিন্দা জানায়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অবৈধ যুদ্ধ কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে শস্য এবং অন্যান্য খাদ্যসামগ্রীর অবাধ প্রবাহকে বাধাগ্রস্ত করেছে, যার ফলে বিশ্বব্যাপী দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

রাশিয়ার সমালোচনা করেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকি শুনসুকে। তিনি বলেন যে রাশিয়া পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছে।

ঘানার জাতিসংঘের রাষ্ট্রদূত হ্যারল্ড অ্যাগিয়েম্যান ইউক্রেন যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরেন। ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্য ঘাটতির ঝুঁকিতে রয়েছে ঘানা।

আই. কে. জে/ 


রাশিয়া ব্ল্যাক সি গ্রেইন

খবরটি শেয়ার করুন