বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারত- আফগানিস্তান টি-২০ সিরিজ

বড় জয়ে সিরিজ শুরু ভারতের, ব্যর্থ রোহিত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দীর্ঘ এক বছর পর টি-টোয়েন্টি খেলতে নেমে সুবিধা করতে পারেননি রোহিত শর্মা। রান আউটের ফাঁদে পড়ে ডাক খেয়েছেন অধিনায়ক। তবে জয় পেতে খুব একটা সমস্যা হয়নি তার দলের। অনভিজ্ঞ মিডল অর্ডার দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, নিজেদের প্রামণ করেছে। শিবম দুবে-জিতেশ শর্মাদের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে ভারত।

বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) মোহালিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

আরো পড়ুন: এমপি হওয়ার পরদিনই খেলার মাঠে সাকিব

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউটের শিকার হয়েছে তিনি। তবে আরেক ওপেনার শুবমান গিল ভালো শুরু পেয়েছিলেন। যদিও ইনিংস বড় করতে পারেননি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১২ বলে করেছেন ২৩ রান।

২৮ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তিলক ভার্মা ও দুবে। তৃতীয় উইকেটে তাদের ৪৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। তিলক ২৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর জিতেশের ব্যাট থেকে এসেছে ৩১ রান।

বাকি কাজটা রিংকু সিংকে সঙ্গে নিয়ে সহজেই সেরেছেন দুবে। রিংকুর ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৬ রান। হাফ সেঞ্চুরি পেয়েছেন দুবে। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬০ রান।

এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। দুই ওপেনার মিলে ৫০ রানের জুটি গড়েন। রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে এসেছে ২৩ রান। আর ইব্রাহিম জাদরান করেছে ২৫ রান। আর শেষ দিকে মোহাম্মদ নবির ২৭ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে দেড়শোর্ধ্ব রানের সংগ্রহ পায় আফগানরা।

এইচআ/ আই.কে.জে/

জয় ভারত- আফগানিস্তান টি-২০ সিরিজ

খবরটি শেয়ার করুন