সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বড় মহড়ার আয়োজন করছে ভারতীয় বিমান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) আগামী বছর একটি বহুপাক্ষিক সামরিক মহড়ার আয়োজন করতে চলেছে।

মূলত পূর্বে এ বছরের অক্টোবরে এ মহড়া আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে বেশ কয়েক দেশের বিমানবাহিনী জানায় যে, এ বছর তারা এ আয়োজনে অংশ নিতে পারবে না। তাই পরবর্তীতে মহড়াটি সামনের বছর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। "তরঙ্গ শক্তি" নামের এ মহড়াটি ২০২৪ সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে।

মহড়াটিতে প্রায় ১২টি বিমান বাহিনী অংশ নিবে বলে আশা করা হচ্ছে। মূলত যুদ্ধক্রীড়ার মাধ্যমে একে অপরের সাথে সামরিক সহযোগিতার উন্নয়ন এবং আন্ত:কার্যক্ষমতা বৃদ্ধিই এ মহড়ার উদ্দেশ্য।

গত এপ্রিল মাসে, ভারতীয় বিমান বাহিনী ফ্রান্সের মন্ট-ডি-মারসান সামরিক ঘাঁটিতে প্রায় তিন সপ্তাহের বহুজাতিক বিমান মহড়ার জন্য চারটি রাফেল জেট, দুটি সি-১৭ বিমান এবং দুটি আইএল-৭৮ মধ্য-এয়ার রিফুয়েলার পাঠায়।

এপ্রিলে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী কলাইকুন্ডা, পানাগড় এবং আগ্রায় মহড়া করে। এ মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বি১ বোম্বার জেট এবং এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন করে।

ভারত কর্তৃক আয়োজিত সবচেয়ে বড় মহড়া হতে চলেছে এটি। এ মহড়ায় ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের বিমান বাহিনীও অংশ নিতে চলেছে। গত কয়েক মাসে, ভারতীয় বিমান বাহিনী বেশ কয়েকটি বড় বড় আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ করেছে।

আর.এইচ 

ভারত

খবরটি শেয়ার করুন