সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে বৈদ্যুতিক যান বিক্রির তৃতীয় বৃহত্তম বাজার হিসেবে দেখছে ফক্সকন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

ফক্সকন টেকনোলজি ভারতকে তাদের বৈদ্যুতিক যানবাহন বিক্রয়ের তৃতীয় বৃহত্তম বাজার হিসেবে দেখছে। ২০২৫ সালের মধ্যে তাদের বৈশ্বিক বিক্রয়ের ৫ শতাংশ ভারতে করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। এই সময়ে তাদের ৫ থেকে ৭ লাখ বৈদ্যুতিক যানবাহন বিক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। 

ইতোমধ্যেই তাইওয়ানের এই কোম্পানিটি ২৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যে একটি কারখানা স্থাপন করেছে। নতুন এই কারখানাটি বছরে ৫ থেকে ৬ লাখ বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করতে সক্ষম। বৈদ্যুতিক যানবাহন তৈরির জন্য থাইল্যান্ডেও ফক্সকনের একটি কারখানা রয়েছে। প্রাথমিকভাবে এটি ৫০ হাজার গাড়ি উৎপাদনে সক্ষম হলেও এটির সক্ষমতা ১.৫ লাখে উন্নীত করা সম্ভব। 

ফক্সকন প্রাথমিকভাবে থাইল্যান্ড ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের জন্য দুই চাকার বৈদ্যুতিক যান উৎপাদন করছে। তবে ফক্সকনের কারখানাগুলোর বৈদ্যুতিক বাস তৈরিরও সক্ষমতা রয়েছে কিন্তু এ বছর কোম্পানিটি যাত্রীবাহী গাড়ি উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে। এজন্য তাইওয়ানের এই কোম্পানিটি ভারতের তেলেঙ্গানা এবং তামিল নাড়ু সরকারের সাথে কারখানা স্থাপনের ব্যাপারে আলোচনাও করেছে। খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। 

বিশ্লেষকরা মনে করছেন যে, বৈদ্যুতিক যানবাহন তৈরির ক্ষেত্রে ফক্সকন লাভবান হবে। নতুন কোম্পানি হলেও  যানবাহন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তিতে উৎপাদনে যেতে পারবে তারা। আর এতে করে তাদের বৈদ্যুতিক যানগুলোর উৎপাদন খরচও কমে আসবে। এজন্য কোন নতুন অভিজ্ঞতা বা বাজারে যোগানের ব্যাপারে সম্যক ধারণার প্রয়োজন নেই। 

ভারতে ফক্সকন একটি ভালো সুবিধা পেতে পারে। কেননা ইতোমধ্যেই দেশটিতে তারা ইলেকট্রনিকস্ পণ্য সরবরাহ করছে। ভারতের সর্ববৃহৎ ইলেকট্রনিক্‌ পণ্য উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন। এছাড়া ভারত এবং রপ্তানি বাজারের জন্য আইফোন তৈরির সবচেয়ে বড় চুক্তি তারা অ্যাপলের সাথে করেছে।

২০১৫ সালের ফক্সকনের ভারতীয় শাখা ইন্ডিয়ান এফআইএইচ গঠিত হয়েছিল। পরবর্তীতে এটি আর্থার ও ওলা ইলেকট্রিকের মতো কোম্পানির দ্বিচাক্রিক বৈদ্যুতিক যানের বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করতো। বৈদ্যুতিক যানের সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ লিংক রয়েছে। সম্প্রতি দেশটিতে গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড চিপ ভিত্তিক যৌগিক সেমিকন্ডাক্টর তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করছে ফক্সকন। 

বৈদ্যুতিক যানবাহন তৈরির জন্য ফক্সকনের কয়েকটি কোম্পানির সাথে চুক্তি হয়েছে। এটি ১০,০০০ মার্কিন ডলার থেকে ২০,০০০ মার্কিন ডলারের মধ্যে তিন চাকার বৈদ্যুতিক যানবাহন তৈরির জন্য পিটিটি, বৈদ্যুতিক ট্রাক তৈরির জন্য ফিসকারস এবং বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য ইয়ুলুন মোটরস ও শান্তি গ্রুপের সাথে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে।

এম.এস.এইচ/ 

ভারত ফক্সকন গাড়ি

খবরটি শেয়ার করুন