সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে রেলখাতে নতুন করে ৩২ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

ভারতে বিদ্যমান রেললাইনের সক্ষমতা বাড়াতে, ট্রেন চলাচলকে মসৃণ করতে, যানজট কমাতে এবং যাতায়াত ও পরিবহন সহজতর করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন করে সাতটি রেল প্রকল্প  অনুমোদন  দিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৩২ হাজার ৫০০ কোটি রুপি। 

বুধবার (১৬  আগস্ট) ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

এসময় ভারতীয় রেলমন্ত্রী বলেছেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বিদ্যমান রেললাইনের ক্ষমতা বাড়াতে, ট্রেন চলাচলকে মসৃণ করতে, যানজট কমাতে এবং যাতায়াত ও পরিবহন সহজতর করতে সহযোগিতা করবে।

প্রকল্পগুলো নয়টি রাজ্যের ৩৫টি জেলায় বাস্তবায়িত হবে। রাজ্যগুলো হলো, উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।

এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ২ হাজার ৩৩৯ কিলোমিটার নতুন রেলপথ ভারতের রেল নেটওয়ার্কে যুক্ত হবে।

এম.এস.এইচ/

ভারত রেলপথ

খবরটি শেয়ার করুন