সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিলো মোদীর যুক্তরাষ্ট্র সফর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

বর্তমান সময়ে অর্থনীতি থেকে শুরু করে দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার সবদিক দিয়েই এগিয়ে আছে ভারত। এ সময়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে গেলেন। তিনি সেখানে আমেরিকান কর্পোরেট নির্বাহী এবং বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনাময় ভারতের বিভিন্ন দিক তুলে ধরেন।

মার্চ থেকে ভারতের স্টকগুলো নেট ৮৭ কোটি মার্কিন ডলার নিয়ে ২০২০ সালের পর থেকে ভালো অবস্থানে রয়েছে। 

নরেন্দ্র মোদীর সফর অনেক ভালো ফলাফল বয়ে এনেছে ভারতের জন্য। টেসলা ইনকর্পোরেটেড ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে পারে। ইলন মাস্ক মোদীর সাথে দেখা করার পর ব্রিজওয়াটার এসোসিয়েটসের প্রতিষ্ঠাতাকে ভারতে বিনিয়োগ করার জন্য অনুরোধ করেন। জেনারেল ইলেকট্রিক কোং এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স ভারতের ফাইটার জেটের ইঞ্জিন তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়।

ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্ট এবং সোসাইট জেনারেলের কৌশলবিদরা এই সপ্তাহে ভারত সম্পর্কে ইতিবাচক মন্তব্য প্রদান করেন।

তবুও কিছু ঝুঁকি থেকেই যায়৷ মৌসুমী বৃষ্টির আগমনে বিলম্ব, মুদ্রাস্ফীতি এসব কারণ ভারতের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাছাড়া চীন ভারতের অর্থনীতিতে বিরাট ধাক্কা প্রদান করতে পারে।

ভারতীয় রুপি এই বছর শুধুমাত্র ইন্দোনেশিয়ান রুপিয়ার চেয়ে পিছিয়ে আছে। অপরিশোধিত তেলের কম দাম এবং ক্রমবর্ধমান পরিষেবা রপ্তানির সাহায্যে দেশের চলতি হিসেবের ঘাটতির তীব্র পতন মুদ্রার চাহিদাকে বাড়িয়ে তুলছে।

ভারতীয় কর্পোরেটদের দ্বারা জারি করা ডলার বন্ডগুলোও এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকে ছাড়িয়ে যাচ্ছে।

আই. কে. জে/

Important Urgent

খবরটি শেয়ার করুন