ছবি: সংগৃহীত
ভারতের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। দিবসটি পালিত হবে আগামী বছরের ২৬ জানুয়ারি।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যদি নয়াদিল্লিতে আসেন তাহলে তিনি হবেন ষষ্ঠ কোনো ফরাসি নেতা যিনি ভারতের রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন।
আরো পড়ুন: যুদ্ধ বন্ধে যেকোনো ভূমিকা রাখতে প্রস্তুত ভারত
এবছরের জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তিল ডে প্যারেডে যোগ দিতে ফ্রান্স সফর করেছিলেন এবং সেসময় দুই নেতার দেখা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি অতিথি হিসাবে বাস্তিল দিবস উদযাপনের সেই আয়োজনে অংশ নিয়েছিলেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর আমন্ত্রণে তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ভারত এবং ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী উপলক্ষে মোদি সেসময় ইউরোপের এই দেশটিতে যান।
এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেছিলেন। ওই শীর্ষ সম্মেলনের ফাঁকে দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন ম্যাক্রোঁ ও মোদি।
বৈঠকের পরে মোদি বলেছিলেন, ভারত-ফ্রান্স সম্পর্ককে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা।
সূত্র: এনডিটিভি
এইচআ/ আই.কে.জে